কিভাবে আপনার ওয়্যারলেস ইন্টারনেট এবং নেটওয়ার্ক সংযোগ উন্নতি করতে হয় ?

Saturday, April 9, 2011

ওয়্যারলেস নেটওয়ার্ক দুর্বল হলে Microsoft Windows আপনাকে একটি notification দেয়।তখন আপনার আপনার ওয়্যারলেস নেটওয়ার্ক উন্নতি করা উচিত। এই সংকেত দেয়ার মানে হল wireless connection টি reliable নয়। বস্তুত এটি কেখনো কখনো আপনার ঘরের কোন কোন জায়গায় connection নাও পেতে পারে।
আজকে আমি এ ধরনের সমস্যা থেকে উদ্ধারের পথ নিয়ে আলোচনা করার চেষ্টা করব।
1 কিভাবে আপনার ওয়্যারলেস ইন্টারনেট এবং নেটওয়ার্ক সংযোগ উন্নতি করতে হয় ? | Techtunes

wireless router টি ঘরের মাঝখানে কোন জায়গায় সেট করুন।
router টি  floor এ সেট করুন।
wireless router টি ধাতব বস্তু থেকে দুরে বাখুন।
একটি standard antenna ব্যবহার করার পরিবর্তে  একটি hi-gain ব্যবহার করুন
standard antenna চেয়ে hi-gain antenna অধিক কার্যকরী।
2 কিভাবে আপনার ওয়্যারলেস ইন্টারনেট এবং নেটওয়ার্ক সংযোগ উন্নতি করতে হয় ? | Techtunes
laptop or computer এর  wireless network adapter  USB network adaptor এর সাথে পূনরায় সেট করুন।
এইটি একটি বাহ্যিক antenna ব্যবহার করে যে সিগন্যালের সীমা উন্নতি করে। (ল্যাপটপ যেটি অন্তর্নির্মিত বেতার outstanding antennas সাধারণভাবে ধারণ করেছে। তারা upgraded. হতে সাধারণত প্রয়োজন বোধ করে না)
wireless repeater add করুন যাতে সংকেত সীমা প্রসারিত হয়। area বর্ধিত করার জন্য duplicate radio signals  search  করুন।
3 কিভাবে আপনার ওয়্যারলেস ইন্টারনেট এবং নেটওয়ার্ক সংযোগ উন্নতি করতে হয় ? | Techtunes
দুখিত বিদ্যুত বিভ্রান্তির আতিথেয়তায় আর লেখা গেল না। তাই বাকী অংশ দেখুন এখানে।

0 comments:

Post a Comment