
সমস্যাঃ এক্সপিতে শুধু থিম লাগালে সেভেনের Aero লুকটাই পাওয়া যায়না। আর রেডিমেড এক্সপি টু সেভেন ট্রান্সফরমেশন প্যাকগুলা আমার দুই চক্ষের বিষ কারণ এইগুলা সিস্টেম ফাইল রিপ্লেস করে ওএস-এর বারোটা বাজিয়ে ফেলে। ফলস্বরূপ পুরো সিস্টেম ক্র্যাশ করে।


এই মুশকিলের আসান করে দিল WindowsBlinds + Aero Xtreme 7 XP -এর জয়েন্ট কম্বিনেশন

যেভাবে করলাম (স্টেপ বাই স্টেপ)
প্রথমে এখান থেকে WindowsBlinds 6.2 Extended সফটওয়্যারটা ডাউনলোড করে নিলাম।ডাউনলোডের পর সফটওয়্যারটা ইন্সটল করলাম-
টাস্ক ম্যানেজার খুলে Process থেকে WBINST~1.EXE প্রসেসটাকে End করলাম-
তারপর প্যাচ করলাম (সফটওয়্যারটা ফ্রি না, তাই প্যাচ করে নিতে হবে। Patch ফোল্ডারে গিয়ে Patch এ ক্লিক করুন। তারপর সফটওয়্যারটা যে ডিরেক্টরীতে ইন্সটল করেছেন (ডিফল্ট পাথ- C:\Program Files\Stardock\Object Desktop\WindowBlinds) সেটা ব্রাউজ করে WbSrv.dll ফাইলটা প্যাচ করে নিতে হবে)-
তারপর লাইসেন্স সেভ করে ফুল রেজিস্টার্ড ভার্সন করে নিলাম

সবশেষে, AeroXtreme7 থিমটা ডাউনলোড করে ইন্সটল করে নিলাম। WindowsBlinds চালিয়ে থিমটা সিলেক্ট করে Apply দিলাম।
ব্যাস, সার্জারি খতম!!

অপারেশন সাকসেসফুল!!!
0 comments:
Post a Comment