== >> উইন্ডোজ এক্সপিকে দিন হুবহ উইন্ডোজ সেভেনের চেহারা– অবিশ্বাস্য, বেড়াছাড়া প্লাস্টিক সার্জারি!!! <<==

Friday, April 1, 2011

চার বছর আগে কেনা পুরনো পিসিটাকে দেখতে কেমন যেন অসহায় অসহায় লাগছিল। দুঃখের বিষয় হল মাত্র ২৫৬ মেগাবাইট র‍্যাম নিয়ে উইন্ডোজ সেভেন চালানো সম্ভব না! বুড়ো জানালা এক্সপি দেখতে একেবারে খারাপ না হলেও জানালা ৭ এর চেহারার কাছে নিতান্তই সাদামাটা। তাই, পুরানো প্রেমিকার চেহারায় নতুন প্রেমিকার প্লাস্টিক সার্জারি করতে নেমে গেলাম! emot slices 09 == >> উইন্ডোজ এক্সপিকে দিন হুবহ উইন্ডোজ সেভেনের চেহারা   অবিশ্বাস্য, বেড়াছাড়া প্লাস্টিক সার্জারি!!!  <<== | Techtunes
সমস্যাঃ এক্সপিতে শুধু থিম লাগালে সেভেনের Aero লুকটাই পাওয়া যায়না। আর রেডিমেড এক্সপি টু সেভেন ট্রান্সফরমেশন প্যাকগুলা আমার দুই চক্ষের বিষ কারণ এইগুলা সিস্টেম ফাইল রিপ্লেস করে ওএস-এর বারোটা বাজিয়ে ফেলে। ফলস্বরূপ পুরো সিস্টেম ক্র্যাশ করে। emot slices 23 == >> উইন্ডোজ এক্সপিকে দিন হুবহ উইন্ডোজ সেভেনের চেহারা   অবিশ্বাস্য, বেড়াছাড়া প্লাস্টিক সার্জারি!!!  <<== | Techtunes emot slices 23 == >> উইন্ডোজ এক্সপিকে দিন হুবহ উইন্ডোজ সেভেনের চেহারা   অবিশ্বাস্য, বেড়াছাড়া প্লাস্টিক সার্জারি!!!  <<== | Techtunes
এই মুশকিলের আসান করে দিল WindowsBlinds + Aero Xtreme 7 XP -এর জয়েন্ট কম্বিনেশন emot slices 07 == >> উইন্ডোজ এক্সপিকে দিন হুবহ উইন্ডোজ সেভেনের চেহারা   অবিশ্বাস্য, বেড়াছাড়া প্লাস্টিক সার্জারি!!!  <<== | Techtunes

যেভাবে করলাম (স্টেপ বাই স্টেপ)

প্রথমে এখান থেকে WindowsBlinds 6.2 Extended সফটওয়্যারটা ডাউনলোড করে নিলাম।
ডাউনলোডের পর সফটওয়্যারটা ইন্সটল করলাম-
 == >> উইন্ডোজ এক্সপিকে দিন হুবহ উইন্ডোজ সেভেনের চেহারা   অবিশ্বাস্য, বেড়াছাড়া প্লাস্টিক সার্জারি!!!  <<== | Techtunes
টাস্ক ম্যানেজার খুলে Process থেকে WBINST~1.EXE প্রসেসটাকে End করলাম-
 == >> উইন্ডোজ এক্সপিকে দিন হুবহ উইন্ডোজ সেভেনের চেহারা   অবিশ্বাস্য, বেড়াছাড়া প্লাস্টিক সার্জারি!!!  <<== | Techtunes
তারপর প্যাচ করলাম (সফটওয়্যারটা ফ্রি না, তাই প্যাচ করে নিতে হবে। Patch ফোল্ডারে গিয়ে Patch এ ক্লিক করুন। তারপর সফটওয়্যারটা যে ডিরেক্টরীতে ইন্সটল করেছেন (ডিফল্ট পাথ- C:\Program Files\Stardock\Object Desktop\WindowBlinds) সেটা ব্রাউজ করে WbSrv.dll ফাইলটা প্যাচ করে নিতে হবে)-
 == >> উইন্ডোজ এক্সপিকে দিন হুবহ উইন্ডোজ সেভেনের চেহারা   অবিশ্বাস্য, বেড়াছাড়া প্লাস্টিক সার্জারি!!!  <<== | Techtunes
 == >> উইন্ডোজ এক্সপিকে দিন হুবহ উইন্ডোজ সেভেনের চেহারা   অবিশ্বাস্য, বেড়াছাড়া প্লাস্টিক সার্জারি!!!  <<== | Techtunes
তারপর লাইসেন্স সেভ করে ফুল রেজিস্টার্ড ভার্সন করে নিলাম emot slices 09 == >> উইন্ডোজ এক্সপিকে দিন হুবহ উইন্ডোজ সেভেনের চেহারা   অবিশ্বাস্য, বেড়াছাড়া প্লাস্টিক সার্জারি!!!  <<== | Techtunes
 == >> উইন্ডোজ এক্সপিকে দিন হুবহ উইন্ডোজ সেভেনের চেহারা   অবিশ্বাস্য, বেড়াছাড়া প্লাস্টিক সার্জারি!!!  <<== | Techtunes
সবশেষে, AeroXtreme7 থিমটা ডাউনলোড করে ইন্সটল করে নিলাম। WindowsBlinds চালিয়ে থিমটা সিলেক্ট করে Apply দিলাম।
ব্যাস, সার্জারি খতম!!
1gkjme 2 == >> উইন্ডোজ এক্সপিকে দিন হুবহ উইন্ডোজ সেভেনের চেহারা   অবিশ্বাস্য, বেড়াছাড়া প্লাস্টিক সার্জারি!!!  <<== | Techtunes
অপারেশন সাকসেসফুল!!!

0 comments:

Post a Comment