এখন আপনার পিসি ব্যবহার করুন আরো সহজে,মাত্র ১ ক্লিকেই আপনার দরকারি ফাইল/সফট এ প্রবেশ করুন।

Friday, April 1, 2011


আসসালামুয়ালাইকুম,আশা করি আপনারা সকলেই আল্লাহের রহমতে ভাল আছেন।অনেকদিন ধরেই ১টা সফট ইউস করসি কিন্তু টিটি তে শেয়ার করা হইনি।আপনারা অনেকে হইতো বা জানেন,তাই যারা জানেন না তাদের জন্য শেয়ার করলাম।
আমি আপনাদের আজ যে সফটওয়্যার টি শেয়ার করব তার নাম হল Stardock Objectdock Plus।এই সফট দিয়ে আপনি আপনার সকল প্রয়োজনিয় সফট এবং আইটেম ডেক্সটপে সহজ ও সুন্দর ভাবে সাজিয়ে রাখতে পারবেন।
Stardock Objectdock Plus দিয়ে আপনারা মাত্র এক ক্লিকেই my computer,দরকারি ফোল্ডার,আপনার ব্রাউজার ও আপনার সেট করা সফটে ঢুকতে পারবেন।
ওহ,আরেকটি কথা,এই সফট টি ইউস করতে Microsoft .NET Framework Version 2.0 লাগবে,এখান থেকে তা ডাউনলোড করে নিতে পারবেন।আর Stardock Objectdock Plus এখানে ক্লিক করে ডাউনলোড করে নিন।প্রথমে ইন্সটল করে নিন।ইন্সটল শেষে run করবেন নাpatch ব্যবহার করে ফুল ভার্সন করে নিন।তারপর run করুন।নিচে স্ক্রীনশট দিলাম। patch ফাইল ওপেন করুন।
4 এখন আপনার পিসি ব্যবহার করুন আরো সহজে,মাত্র ১ ক্লিকেই আপনার দরকারি ফাইল/সফট এ প্রবেশ করুন। | Techtunes
এরপর crashrpt.dll ফাইল টি ওপেন করুন।
5 এখন আপনার পিসি ব্যবহার করুন আরো সহজে,মাত্র ১ ক্লিকেই আপনার দরকারি ফাইল/সফট এ প্রবেশ করুন। | Techtunes
এরপর save license এ ক্লিক করে সেভ করুন
6 এখন আপনার পিসি ব্যবহার করুন আরো সহজে,মাত্র ১ ক্লিকেই আপনার দরকারি ফাইল/সফট এ প্রবেশ করুন। | Techtunes
এরপর সফট টি রান করলে ডেক্সটপের উপরে ও নিচে এইরুপ ২টি ট্যাব ওপেন হবে,আপনি চাইলে এদেরকে ডেক্সটপ এর যে পাশে ইচ্ছা ওই পাশে সাজিয়ে রাখতে পারবেন,তাছাড়া আপনার প্রয়োজনিয় ড্রাইভ,ফোল্ডার,সফট etc এইখানে রাখলে এক ক্লিকে ঢুকতে পারবেন।
1 এখন আপনার পিসি ব্যবহার করুন আরো সহজে,মাত্র ১ ক্লিকেই আপনার দরকারি ফাইল/সফট এ প্রবেশ করুন। | Techtunes
তাছাড়া আপনি এর ব্যাকগ্রাউন্ড ও কালার change করতে পারবেন settings এ গিয়ে।
2 এখন আপনার পিসি ব্যবহার করুন আরো সহজে,মাত্র ১ ক্লিকেই আপনার দরকারি ফাইল/সফট এ প্রবেশ করুন। | Techtunes
3 এখন আপনার পিসি ব্যবহার করুন আরো সহজে,মাত্র ১ ক্লিকেই আপনার দরকারি ফাইল/সফট এ প্রবেশ করুন। | Techtunes
এর ব্যবহার খুব সহজ,আপনি এটি ব্যবহার করলেই বুঝতে পারবেন।এই সফট টি আপনাদের কাজে লাগলেই  আমার টিউন সার্থক বলে মনে করব।
১টা অফটপিক উপদেশঃআপনাদের যেইসব বন্ধু ব্লুটুথ থেকে ফাইল নিতে ভাইরাসের ভয় পাই আপনি তাদের কে আর ও ভয় পাইয়ে দিতে পারেন আপনার ডিভাইস এর নামের মাধ্যমে,আপনি আপনার ডিভাইস এর নাম autorun.inf,new folder.exe etc virus এর নাম হিসাবে ব্যবহার করতে পারেন।এরপর তারা ফাইল নিতে বা দিতে গেলে সার্চ এর পর যখন ডিভাইস নেম শো করবে তখন তাদের চেহারা টা দেখার মত হবে।

0 comments:

Post a Comment