“এস ই ও” শিখুন … মাসিক ২০০ থেকে ৪০০ ডলার অনলাইন এ আয় করুন

Friday, April 1, 2011

সবাইকে শুভেচ্ছা।

বর্তমান ইন্টারনেট জগতে যারা অনলাইন এ আয় করতে ইচ্ছুক ……তারা মোটামুটি সবাই জানি ‘”এস ই ও” কাকে বলে। যারা জানেন না তাদের জন্য বলছি ……
# ” এস ই ও” কাকে বলে ?
= ” এস ই ও ” মানে “সার্স ইঙ্গিন অপ্টিমাইজেশন “। বিষয় টি বলতে মুলত ইন্টারনেট জগতে আপনার { ওয়েবসাইট বা ব্লগ} প্রয়জনিয়তা বাড়ানোর একটি মাধ্যম বোঝানো হয়। জনপ্রিয় সার্স ইঙ্গিন গুলর মধ্যে …… গুগল , ইয়াহু , বিং এর নাম আমরা প্রায় সবাই জানি ………আমরা যখন কোন কি ওয়ার্ডের  জন্য সার্স দেই তখন একটু খেল করে দেখলেই বুঝতে পারা যায় ” এস ই ও” এর প্রয়োজনিওতা দিন দিন কি হারে বাড়ছে। gseo এস ই ও শিখুন ... মাসিক ২০০ থেকে ৪০০ ডলার অনলাইন এ আয় করুন  | Techtunes
এখানে দেখুন গুগলে ” এস ই ও” লিখে সার্স দিলে ৬৮৬,০০০,০০০ টি রেজাল্ট আসছে।
প্রথম টী হচ্ছে  “পেইড সার্স ”
বাকি গুল “অর্গানিক সার্স “……………
” এস ই ও ” এর কাজ হচ্ছে অর্গানিক সার্স এ আপনার ওয়েবসাইট কে এক নাম্বারে আনা বা প্রথম পেইজ এ নিয়ে আসা।
# “এস ই ও ” এর কাজ শিখে আপনি কি অনলাইন এ আয় করতে পারবেন ?
কিছু উদাহরন দিচ্ছি ……… যেমন “ওডেস্ক” এ কাজের মধ্যে ” এস ই ও ” এর কাজ আছে মিনিমাম ১৬০০ এর মত
seo odesk এস ই ও শিখুন ... মাসিক ২০০ থেকে ৪০০ ডলার অনলাইন এ আয় করুন  | Techtunes
এছাড়াও বিভিন্ন সাইট এ প্রচুর ” এস ই ও” এর কাজ পাওয়া যায় ।
# কিভাবে করতে হয় ” এস ই ও” ?
আপনার নিজের ওয়েব সাইট টির ” এস ই ও” আপনি নিজেই খুব সহজে করতে পারবেন কিছু উপায় অনুসরন করে যেমন ………
১। সোস্যাল নেটয়ার্কিং
আপনি আপনার ” ওয়েব সাইট ” টির প্রচারনা আপনার সোসাল সাইট এ করতে পারেন। যেমন ফেসবুক, টুইটার, মাইস্পেস , লিঙ্কডিন, হাই ফাইভ
২। সোস্যাল বুক মার্কিং
আপনার ওয়েব সাইট এর প্রতিটি আর্টিকেল এর লিঙ্ক আপনি একশ এর ও বেশি “ডু ফলো” বুকমার্কিং সাইট এ বুকমার্ক করতে পারেন । এ জন্য প্রতিটি সাইট এ আপনার একাউন্ট থাকা লাগবে।যেমন ………রেদিট , মিক্ক্স, টাগেটপ
৩। আর্টিকেল সাবমিটিং
আপনি আপনার আর্টিকেল গুল যে কোন আর্টিকেল ডিরেক্ট্রি তে সাবমিট করতে পারেন।যেমন ইজিন
৪। ওয়েব বা ব্লগ ডিরেক্টরি সাবমিটিং
আপনি আপনার ওয়েবসাইট বা ব্লগ যে কোন ওয়েব ডিরেক্ট্রি বা ফ্রী ব্লগ ডিরেক্টরি তে সাবমিট করতে পারেন
৫। কমেন্ট
আপনি যে কোন “ডূ ফলো”  হায়ার পেইজ রাঙ্ক এর ব্লগ বা  ওয়েব সাইট এ কমেন্ট করে ব্যাক লিঙ্ক পেতে পারেন
# আমার কাছে সবচেয়ে সহজ উপায় ……………………

1 comments:

Unknown said...

anek kajer post ..thanx

Post a Comment