আজ আপনাদেরকে পরিচয় করিয়ে দেব একটি Emulator এর সাথে। আমরা প্রায় সব ফোনেই আজ জাভা অ্যাপ্লিকেশন চালাতে পারি, কিন্তু এমন অনেক সময় আছে যখন মবাইলে জাভা চালানের উপায় থাকে না। তাহলে কি করা! আর কি জাভা দিয়ে ওই মুহূর্তে কাজ করেতে পারব না? কেন নয়? আলবৎ পারবো।
তাও আবার পিসি তে। এজন্য আপনার দরকার sjboy Emulator সফটওয়্যার। শুধু আপনার কম্পিউটারে ইন্সটল করুন, তারপর কম্পিউটার রিস্টার্ট দিন। তারপর আপনার প্রয়োজনীয় জাভা অ্যাপ্লিকেশন রাইট বাটন ক্লিক করে > ওপেন উইথ > sjboy . তারপর উপভোগ করুন যেকোনো জাভা অ্যাপ্লিকেশন আপনার কম্পিউটারে।
ডাউনলোডঃ sjboy Emulator
আরো কিছু সফটওয়্যার টিউটোরিয়াল সহঃ
তাও আবার পিসি তে। এজন্য আপনার দরকার sjboy Emulator সফটওয়্যার। শুধু আপনার কম্পিউটারে ইন্সটল করুন, তারপর কম্পিউটার রিস্টার্ট দিন। তারপর আপনার প্রয়োজনীয় জাভা অ্যাপ্লিকেশন রাইট বাটন ক্লিক করে > ওপেন উইথ > sjboy . তারপর উপভোগ করুন যেকোনো জাভা অ্যাপ্লিকেশন আপনার কম্পিউটারে।
ডাউনলোডঃ sjboy Emulator
আরো কিছু সফটওয়্যার টিউটোরিয়াল সহঃ
0 comments:
Post a Comment