গুগোল কেন আবেদনগুলো বাতিল করে দেয় সেই বিষয়গুলো এখন আলোচনা নাই করলাম। বরং কিছু উপায় দেখাচ্ছি, যার সাহায্যে আপনি খুব সহজেই গুগোল এডসেন্স একাউন্ট পেয়ে যেতে পারেন।
আজ আমি আপনাদের ওয়েবলি (weebly) এর মাধ্যমে গুগোল এডসেন্স একাউন্ট করার সকল ধাপ দেখাবো।
ধাপ ১: প্রথমেই http://www.weebly.com সাইট টিতে যান।
ধাপ ২: আপনার Username, E-mail address (gmail) এবং Password দিয়ে SignUp করুন। ওয়েব সাইটের নাম দিন এবং ওয়েব সাইটের ধরন নিবাচন করুন। ওয়েব সাইটের ঠিকানা দিন।

ধাপ ৩: এখন উপর দিক থেকে পেজ অপশন এ ক্লিক করুন। নতুন একটি ব্লগ নিন। এখন হোম পেজটি ডিলিট করে দিন। হোম পেজটিতে ক্লিক করলে, ডানপাশে ডিলিট অপশনটি পাবেন। এরপর, ইলিমেন্ট এ যান।

ধাপ ৪: যেকোন ক্লাসের ইংলিশ বই নিন। এখন বেছে বেছে ১০ টি পোস্ট করুন। পোস্টগুলো Unique হলো কিনা তা অবশ্যই http://www.copyscape.com এ পরিক্ষা করে নিবেন। আপনি যেকোনো ইংলিশ গল্পের বইও ব্যবহার করতে পারেন।
ধাপ ৫: এখন আপনার ব্লগের লিঙ্কটি গুগোল সাচ এ সাবমিট করুন। প্রতিটি পোস্ট এর লিঙ্ক ডিগ এ সাবমিট করুন। এতে আপনার ব্লগটা খুব তারাতারি Index হবে। Index হলে পরের ধাপ অনুসরণ করুন।
ধাপ ৬: এখন ওয়েবলিতে প্রবেশ করে, গুগোল এডসেন্স অংশটি নিচে টেনে নিয়ে আসুন।

ধাপ ৭: একটি নতুন অংশ অপেন হবে। এরপর শুধু Continue চাপুন। এরপরই Congratulation পেজ আসবে।


শেষ!! আশা করি ৭ দিন এর মধ্যেই আপনার নতুন গুগোল এডসেন্স পেয়ে যাবেন।
মনে রাখবেন ওয়েবলি নিজের সাইটে এড দেখানোর জন্য ৫০% টাকা কেটে নিবে। কিন্তু আপনি যদি অন্য কোন সাইট থেকে এড এর মাধ্যমে টাকা আয় করেন, তখন ওয়েবলি আর আপনার টাকায় ভাগ বসাবে না।
3 comments:
এখন আপনার ব্লগের লিঙ্কটি গুগোল সাচ এ সাবমিট করুন। প্রতিটি পোস্ট এর লিঙ্ক ডিগ এ সাবমিট করুন। এতে আপনার ব্লগটা খুব তারাতারি Index হবে। Index হলে পরের ধাপ অনুসরণ করুন" এই কথা গূলো বুঝতে পাড়ি নাই। বুঝাইয়া বালেন
এখন আপনার ব্লগের লিঙ্কটি গুগোল সাচ এ সাবমিট করুন। প্রতিটি পোস্ট এর লিঙ্ক ডিগ এ সাবমিট করুন। এতে আপনার ব্লগটা খুব তারাতারি Index হবে। Index হলে পরের ধাপ অনুসরণ করুন" এই কথা গূলো বুঝতে পাড়ি নাই। বুঝাইয়া বালেন
Valo laglo dhonnobad
Post a Comment