এখন ইচ্ছা করলেই আপনি আপনার ফোনে Logo Changer দিয়ে GrameenPhone কে Haramirphone অথবা Banglalink কে Banglabelai বানাতে পারবেন! (S60 V3 এবং V5) Updated

Friday, April 1, 2011

আজকে আপনাদেরকে আমি একটা মজার এ্যাপ্লিকেশন -এর সাথে পরিচয় করিয়ে দেব। যার নাম Logo Changer ।  সফট্ওয়ারটি অনেক পুরানা। অনেকেই হয়ত আগেথেকেই পরিচিত হয়ে থাকতে পারেন।

Logo Changer কি?

প্রতিটি ফোনের একদম উপরে সীম ওপারেটরের নামটাকে লোগো বলে। যেমনঃ Grameenphone, Banglalink, Airtel, Teletalk, Aktel। লোগো চেন্সজার এমন একটি সফট্ওয়ার যার সাহায্যে আপনি আপনার মোবাইল ফোনের সীম ওপারেটরের ডিফল্ট লোগোকে পরিবর্তন করে যেকোন নাম ব্যবহার করতে পারবেন।

ডাউনলোড করুন নিচের লিংকটি থেকেঃ

__________________ http://www.mediafire.com/download.php?ksw5ljdsyw4edmt ____________________
ইন্সটল করার জন্য আগে সাইন করে নিতে হবে। সাইন করার জন্য এই টিউনটি দেখতে পারেন।

কিভাবে ব্যবহার করবেনঃ

এটি ব্যবহার করা অত্যন্ত সহজ। শুধু ইন্সটল করার পর এপ্লিকেশনটি চালু করে “My Phone” লেখাটি কেটে দিয়ে আপনার পছন্দমত একটা নাম দিয়ে ওকে করতে হয়।

অপারেটরের লোগো চেন্স করার পর কিছু স্কিনশর্টঃ

Scr000051 এখন ইচ্ছা করলেই আপনি আপনার ফোনে Logo Changer দিয়ে GrameenPhone কে Haramirphone অথবা Banglalink কে Banglabelai বানাতে পারবেন! (S60 V3 এবং V5) Updated | TechtunesScr000054 এখন ইচ্ছা করলেই আপনি আপনার ফোনে Logo Changer দিয়ে GrameenPhone কে Haramirphone অথবা Banglalink কে Banglabelai বানাতে পারবেন! (S60 V3 এবং V5) Updated | Techtunes
Scr000052 এখন ইচ্ছা করলেই আপনি আপনার ফোনে Logo Changer দিয়ে GrameenPhone কে Haramirphone অথবা Banglalink কে Banglabelai বানাতে পারবেন! (S60 V3 এবং V5) Updated | TechtunesScr000055 এখন ইচ্ছা করলেই আপনি আপনার ফোনে Logo Changer দিয়ে GrameenPhone কে Haramirphone অথবা Banglalink কে Banglabelai বানাতে পারবেন! (S60 V3 এবং V5) Updated | Techtunes

0 comments:

Post a Comment