গুগলে একটি নাম লিখে সার্চ দিলে অসংখ্য ফলাফল এসে হাজির হয়। এক্ষেত্রে যদি একটি সার্চ ইঞ্জিন বান্ধব ডোমেইন নিবন্ধন করা হয় তা হলে সহজেই ব্যবহারকারীর চাহিদানুসারে প্রদর্শিত হয়।
ব্যাকলিংক অফপেইজ অপটিমাইজেশন একটি গুরুত্বপূর্ণ অংশ। বিভিন্ন সাইটে কিংবা ফোরামে ব্যাকলিংক তৈরি করা যায়। এবিষয়ে বিস্তারিত ব্যাকলিংক পর্বে আলোচনা করা হবে।
সঠিক কীত্তয়ার্ড নিবার্চনের মাধ্যমে একটি সাইটকে SEO বান্ধব করা যায়। কেননা প্রতিদিন অসংখ্য সাইট নির্মিত হচ্ছে। প্রতিযোগির সংখ্যা বাড়ছে। এক্ষেত্রে গুগল কিংবা অন্য সকল সার্চ ইঞ্জিনের প্রথম দিকে থাকা ব্যাপক ভাবে কষ্টকর হয়ে পড়ছে।
ভিজিটর এর উপর নির্ভর করে সার্চ ইঞ্জিন একটি ত্তয়েবসাইটকে অগ্রাধিকার দিয়ে থাকে। তারপর একটি সাইট লোড হতে কতটুকু সময় নেয় তা নির্ভর করে থাকে।
এসকল বিষয়ের পাশাপাশি হোস্টিং এর ক্ষেত্রেত্ত সাবধানতা অবলম্বন করা উচিত। কোন কারণে যদি আপনার সাইট ডাউন থাকে তা হলে আপনি ভিজিট এর পাশাপাশি সার্চ ইঞ্জিনের অবস্থান থেকে পিছিয়ে পড়তে পারেন। তাই এক্ষেত্রে কৃপণতা না করে ভালো একটি হোস্টিং প্রতিষ্ঠানকে বেছে নেত্তয়া উচিত।

SEO সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এর প্রধান উপাদান হচ্ছে কীত্তয়ার্ড।বিশ্বের অধিকাংশ ব্যবহারকারী তথ্য খোজার ক্ষেত্রে কোন কোন শব্দ ব্যবহার করে থাকেন। অজনপ্রিয় কোন শব্দ যদি ত্তয়েবসাইটের ডোমেইন এ ব্যবহার করা হয় তা হলে এটি সার্চ করার সময় পিছিয়ে থাকবে।
তাই সঠিক কী ব্যবহার করার জন্য গুগলেরই সাহায্য গ্রহণ করতে হবে। প্রতিযোগীর সংখ্যা কমিয়ে নিয়ে আসার জন্য সঠিক শব্দ নির্বাচন করতে হবে। তাই গুগলের adwords ব্যবহার করে কোন শব্দ কতজন ব্যবহার করছে তার একটি হিসাবনিকাশ পাত্তয়া যায়।
প্রতিমাসে যে পরিমানে সার্চ হয়েছে কিন্তু প্রতিযোগীর সংখ্যা কম এমন সকল শব্দ ব্যবহার করে সাইট নির্মাণ করলে সহজেই কাঙ্খিত ফল পাত্তয়া যায়।


গুগলে mediafire movies লিখে সার্চ দেত্তয়া হলে এর প্রতিযোগির সংথ্যা দেখা যাচ্ছে অনেক। কিন্তু একই শব্দের সাথে আরো কিছু শব্দ all kinds of mediafire movies যুক্ত করে সার্চ দিলে প্রতিযোগিতা কমে যায়।

এভাবেই গুগল adwords এর সাহায্যে সঠিক শব্দ, প্রতিযোগিতা কম কিন্তু সহজেই সকলে খোজার ক্ষেত্রে ব্যবহার করে থাকে এমন শব্দ ব্যবহার করে সাইট তৈরি করা যায়। তাই SEO সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন করার জন্য সঠিক শব্দ নির্বাচন ছাড়া আর কোন উপায় নেই। সফল হলে সার্চ ইঞ্জিনের প্রথম পৃষ্ঠায় এর চেয়ে বড় সার্থকতা আর কি হতে পারে
চলবে>>>
যেমন> 
গুগলে mediafire movies লিখে সার্চ দিলে এর ফলাফল স্বরূপ অনেকগুলো সাইট দেখা যায়। যার অধিকাংশই mediafire movies লেখা থাকে। তাই ডোমেইন নিবন্ধন করার সময় এই জাতীয় ডোমেইন পছন্দ করা উচিত যা অন্যান্য ব্যবহারকারী সচরাচর তথ্য খোজার সময় ব্যবহার করে থাকেন এবং নিজস্ব সাইটের সাথে সঙ্গতিপূর্ণ।
ব্যাকলিংক অফপেইজ অপটিমাইজেশন একটি গুরুত্বপূর্ণ অংশ। বিভিন্ন সাইটে কিংবা ফোরামে ব্যাকলিংক তৈরি করা যায়। এবিষয়ে বিস্তারিত ব্যাকলিংক পর্বে আলোচনা করা হবে।
সঠিক কীত্তয়ার্ড নিবার্চনের মাধ্যমে একটি সাইটকে SEO বান্ধব করা যায়। কেননা প্রতিদিন অসংখ্য সাইট নির্মিত হচ্ছে। প্রতিযোগির সংখ্যা বাড়ছে। এক্ষেত্রে গুগল কিংবা অন্য সকল সার্চ ইঞ্জিনের প্রথম দিকে থাকা ব্যাপক ভাবে কষ্টকর হয়ে পড়ছে।
ভিজিটর এর উপর নির্ভর করে সার্চ ইঞ্জিন একটি ত্তয়েবসাইটকে অগ্রাধিকার দিয়ে থাকে। তারপর একটি সাইট লোড হতে কতটুকু সময় নেয় তা নির্ভর করে থাকে।
এসকল বিষয়ের পাশাপাশি হোস্টিং এর ক্ষেত্রেত্ত সাবধানতা অবলম্বন করা উচিত। কোন কারণে যদি আপনার সাইট ডাউন থাকে তা হলে আপনি ভিজিট এর পাশাপাশি সার্চ ইঞ্জিনের অবস্থান থেকে পিছিয়ে পড়তে পারেন। তাই এক্ষেত্রে কৃপণতা না করে ভালো একটি হোস্টিং প্রতিষ্ঠানকে বেছে নেত্তয়া উচিত।
keyword



প্রতিমাসে যে পরিমানে সার্চ হয়েছে কিন্তু প্রতিযোগীর সংখ্যা কম এমন সকল শব্দ ব্যবহার করে সাইট নির্মাণ করলে সহজেই কাঙ্খিত ফল পাত্তয়া যায়।

যেমন

গুগলে mediafire movies লিখে সার্চ দেত্তয়া হলে এর প্রতিযোগির সংথ্যা দেখা যাচ্ছে অনেক। কিন্তু একই শব্দের সাথে আরো কিছু শব্দ all kinds of mediafire movies যুক্ত করে সার্চ দিলে প্রতিযোগিতা কমে যায়।

এভাবেই গুগল adwords এর সাহায্যে সঠিক শব্দ, প্রতিযোগিতা কম কিন্তু সহজেই সকলে খোজার ক্ষেত্রে ব্যবহার করে থাকে এমন শব্দ ব্যবহার করে সাইট তৈরি করা যায়। তাই SEO সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন করার জন্য সঠিক শব্দ নির্বাচন ছাড়া আর কোন উপায় নেই। সফল হলে সার্চ ইঞ্জিনের প্রথম পৃষ্ঠায় এর চেয়ে বড় সার্থকতা আর কি হতে পারে

চলবে>>>
0 comments:
Post a Comment