অফিস ২০০০/এক্সপি/২০০৭ সেটআপ করুন Without সিরিয়াল+১টি ফ্রি টিপসঃ ডিজিটাল জোন

Friday, April 1, 2011

আসসালামুআলাইকুম, আশা করি সকল ভিজিটর ও টিউনার আল্লাহ তায়ালার অশেষ রহমতে খুব ভাল আছেন। আজকের টিউন সম্পর্কে আশা করি বুঝানোর দরকার নেই। আপনার নিশ্চয়ই বুঝেগেছেন কি নিয়ে টিউনটি।
মাইক্রোসফট হল বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সফটওয়্যার প্রস্তুত ও ডেভেলবমেন্ট সংস্থা। এরা এই পর্যন্ত অনেক সফটওয়্যার বাজারজাত করেছে। এগুলোর মধ্যে সবচেয়ে জনপ্রিয় একটি প্যাকেজ প্রোগ্রাম হল মাইক্রোসফট অফিস। এখন পর্যন্ত অফিসের সর্বশেষ সংরক্ষণ হল মাইক্রোসফট অফিস ২০১০। তবে অফিস ২০১০ এখনও তেমন সচরাচর হয় নি।
প্রত্যেকটি অফিস প্রোগ্রাম ইন্সটল করতে অনেক জামেলা পোহাতে হয়। যা সত্যিই বিরক্তিকর। যেমন- সিরিয়াল কী দেয়া, প্রত্যেকটি ধাপ শেষ করতে I agree, Next, Finish ইত্যাদি বাটন চাপতে হয়। এটির দ্বারা আপনাকে আর বারবার বিভিন্ন কমান্ড দিতে হবে না। এটি নিজে নিজেই কাজ করে নিবে। তো আজকের টিউন হল সিরিয়ার ছাড়াই অফিস সেটআপ পদ্ধতি।

অফিস ২০০৭

উপকরণ

o    অফিস এক্সপি ও ২০০৭ এর সিডি
o    আর লাগবে আপনার কাজ করার মনমানসিকতা
o    আরো লাগবে কিছুক্ষণ সময়। যেমন- ৫ মিনিট।

কার্যাবলি

§   নিচের পদ্ধতি অফিস ২০০৭ ও ২০১০ এর জন্য প্রযোজ্য।
§   অফিস ২০০৭ এর সিডি কম্পিউটারে প্রবেশ করান।
§   এবার সিডির ভিতরের সকল ফাইল কপি করে হার্ডডিক্সে পেষ্ট করুন।
§   এবার হার্ডডিস্কে কপি করা ফোল্ডোরটিতে প্রবেশ করুন।
§   এবার উক্ত ফোল্ডোরের ভিতরে দেখুন তো .WW এই নামে একটি ফোল্ডার আছে।
§   ফোল্ডোরটির নাম থাকবে XXX.WW নামে। এখানে, XXX হল আপনার অফিসের ভার্সনের নাম।
§   ফোল্ডারটিতে প্রবেশ করুন।
§   এখন এখানে অনেকগুলো ফাইল দেখবেন।
§   Config.xml নামের ফাইলটি নোটপ্যাডে খুলুন।
§   নোটপ্যাডে খুলতে, ফাইলটির উপর রাইট বাটন ক্লিক করে মেনু থেকে Edit এ ক্লিক করুন।
§   তাহলে নোটপ্যাডে খুলবে। ভুলেও অন্য কোন প্রোগ্রাম দ্বারা খুলে এডিট করবেন না।
§   নোটপ্যাড থেকে নিচের লাইনটি বের করুন।

§ এই কোডকে নিচের মতো করে পরিবর্তন করুন।

§ এরপর উক্ত লাইনের এক লাইন পর নিচের কোডটি দেখতে পাবেন।
–>
§ এবার নিচের মতো করুন।
PIDKEY Value=“xxxxx-xxxxx-xxxxx-xxxxx-xxxxx” />
§ এখানে দেখুন xxxxx-xxxxx-xxxxx-xxxxx-xxxxx আছে। এটির পরিবর্তে আপনার ভার্সনের সিরিয়ালটি দিন।
§ ব্যস কাজ শেষ।
§ এর নিচের দু’টি লাইন দেখুন। এখানে নিচের মতো করুন।
The Digital Zone” /> –>
digitalzone2050@gmail.com” /> –>
§ এবার নোটপ্যাডটি সেভ করুন।

অফিস এক্সপি / ২০০০

উপকরণ

o    অফিস এক্সপি এর সিডি
o    আর লাগবে আপনার কাজ করার মনমানসিকতা
o    আরো লাগবে কিছুক্ষণ সময়। যেমন- ৫ মিনিট।

কার্যাবলি

§   অফিস এক্সপি এর সিডি কম্পিউটারে প্রবেশ করান।
§   এবার সিডির ভিতরের সকল ফাইল কপি করে হার্ডডিক্সে পেষ্ট করুন।
§   এবার হার্ডডিস্কে কপি করা ফোল্ডোরটিতে প্রবেশ করুন।
§   ফোল্ডারে অনেকগুলো ফাইল দেখতে পাবেন।
§   ফাইলগুলো থেকে setup.ini ফাইলটি খুঁজে বের করুন।
§   Setup.ini ফাইলটি আপনি পাবেন সরাসরি ফোল্ডোরের ভিতরে অথবা ফোল্ডারগুলোর মধ্যে Files >>> Setup ফোল্ডোরে যান।
§   এবার Setup.ini ফাইলটি নোটপ্যাডে খুলুন।
§   এখানে অনেকগুলো কোড দেখতে পাবেন।
§   উক্ত কোড থেকে নিচের লাইনটি খুঁজে বের করুন।
ProductCode={90280409-6000-11D3-8CFE-0050048383C9}
§   এর পরিবর্তে নিচের কোডটি দিন।
\\PIDKEY= in option section>\\
[Options]
PIDKEY=********************

§   এখানে পরিবর্তে আপনার সিডির সিরায়ালটি দিন। অথবা নিচের কোডটি প্রয়োগ করুন।
\\PIDKEY= in option section>\\
§   এবার নোটপ্যাডটি সংরক্ষণ করুন।
§   ব্যস কাজ শেষ।
§   এবার ইন্সটল দিন, আর দেখুন কোন সিরিয়াল চায় কিনা।
[বিঃদ্রঃ সেটআপে সমস্যা হলে সিডি থেকে নতুন করে ফাইলগুলো কপি করে নতুন করে চেষ্টা করুন।]

শর্টকাট আইকন থেকে মুছে ফেলুন তীর চিহ্নগুলোঃ ডিজিটাল জোন

আপনারা সবাই প্রত্যক্ষ করেছেন যে, যখন আমরা একটি শটকার্ট আইকন তৈরি করি তখনই উক্ত আইকনের পাশে একটি তীর চিহ্ন কোথ থেকে যে উদ্ভব হয়। এটি থাকলে আপনি সহজেই বুঝতে পারেন যে কোনটা মূল আইকন আর কোনটা শটকার্ট আইকন। তবে আপনি ইচ্ছা করলে উক্ত আইকনগুলো তুলে দিতে পারেন। এজন্যঃ
Ø   প্রথমে স্টার্ট মেনু থেকে রানে যান।
Ø   এবার Regedit লিখে এন্টার করুন। তাহলে রেজিষ্ট্রি এডিটর খুলবে।
Ø   এবার এখানে যান HKEY_CLASSES_ROOT\lnkfile.
Ø   ডানপাশের প্যানেল থেকে IsShortcut স্ট্রীং ভ্যালুটি মুছে দিন।
Ø   অনুরূপভাবে HKEY_CLASSES_ROOT\piffile যান।
Ø   এবার ডানপাশের প্যানেল থেকে IsShortcut স্ট্রীং ভ্যালুটি মুছে দিন।
Ø   এবার রেজিষ্ট্র এডিটর বন্ধ করে সিস্টেম রিস্টার্ট করুন।
Ø   এবার দেখুন আপনার শটকার্ট আইকনের উপর আর তীর চিহ্ন নেই।
সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভাল থাকবেন, আল্লাহ হাফেজ….

0 comments:

Post a Comment