সিস্টেম এবং ইন্টারনেট উভয়ের জন্য কমপ্লিট সিকিউরিটি সল্যুশন: সরাসরি ডাউনলোড: ESET NOD32 Antivirus 5 এবং ESET Smart Security 5 BETA (লাইসেন্স সহ)

Thursday, June 2, 2011

পুরস্কারপ্রাপ্ত স্ক্যানিং টেকনোলজির মাধ্যমে তৈরী ESET ভার্সন 5 নিয়ে এসেছ নতুন বর্ধিত ক্লাউড পাওয়ার্ড স্ক্যানিং অপটিমাইজেশন, গেমার মোড এবং প্যারেন্টাল কন্ট্রোল সুবিধা। অন্য যে কোন সিকিউরিটি স্যুইট থেকে এটি ওজনে একেবারেই হালকা পাতলা। পিসিকে স্লো তো করেই না, সিস্টেম রিসোর্স ব্যবহার করে খুবই কম কিন্তু কাজের দিক থেকে রিফ্লেক্স অসাধারণ।
eset nod32 Copy1 সিস্টেম এবং ইন্টারনেট উভয়ের জন্য কমপ্লিট সিকিউরিটি সল্যুশন: সরাসরি ডাউনলোড: ESET NOD32 Antivirus 5 এবং ESET Smart Security 5 BETA (লাইসেন্স সহ) | Techtunes
এই নেক্সট জেনারেশন ইন্টারনেট সিকিউরিটি এবং এন্টিভাইরাস প্রোগ্রামটির মূল ফিচারগুলো এক নজরে দেখা যাক:

* প্যারেন্টাল কন্ট্রোল: বিভিন্ন ক্ষতিকর এবং অনাকাঙ্খিত ওয়েবসাইট থেকে পরিবারকে নিরাপদ রাখতে ২০টি প্রি-ডিফাইন ক্যাটাগরি এবং ম্যানুয়াল সেটিং দ্বারা হোয়াইট এবং ব্ল্যাক লিস্ট তৈরী করার সুবিধা। * ক্লাউড পাওয়ার্ড ইঞ্জিন: ম্যালওয়ার স্ক্যান করে কার্যকর এবং দ্রুততার সাথে যা প্রায় ১০০ মিলিয়ন ইউজারদের রিয়েল টাইম সমন্বয়ের মাধ্যমে ট্রাস্টেট ফাইল চিহ্নিত করে।
* গেমার মোড: ফুল স্ক্রীণ মোডে খেলার জন্য একটা মাত্র ক্লিকই যথেষ্ট। সবকিছু নিজে থেকে সাসপেন্ড হয়ে আপনাকে দেবে সিস্টেমের পুরোপুরি সদ্বব্যহার করার সুবিধা।
* উন্নত এ্যান্টিভাইরাস, এ্যান্টিস্প্যাম ব্লকিং।
* বর্ধিত মিডিয়া কন্ট্রোল: USB flash drives, CDs, and DVDs থেকে সিস্টেমে ম্যালওয়্যার ছড়িয়ে পড়া থেকে সুরক্ষা।
* কুইক স্টার্ট আপ, স্মার্ট ফায়ারওয়াল
Processors Supported:


i386 (Intel® 80386), amd64 (x86-64) Operating Systems:
Microsoft Windows 7
Microsoft Windows Vista
Microsoft Windows XP
Microsoft Windows 2000
Microsoft Windows Home Server

যেভাবে ইন্সটল করবেন:


০১. ডাউনলোড করার পর ফাইলে ডাবল ক্লিক করে নেক্সট বাটনে ক্লিক করুন।
Window I Welcome সিস্টেম এবং ইন্টারনেট উভয়ের জন্য কমপ্লিট সিকিউরিটি সল্যুশন: সরাসরি ডাউনলোড: ESET NOD32 Antivirus 5 এবং ESET Smart Security 5 BETA (লাইসেন্স সহ) | Techtunes ০২. ইউজার লাইসেন্স এগ্রিমেন্ট গ্রহণ করে নেক্সট বাটনে ক্লিক করুন:
Window II EULA সিস্টেম এবং ইন্টারনেট উভয়ের জন্য কমপ্লিট সিকিউরিটি সল্যুশন: সরাসরি ডাউনলোড: ESET NOD32 Antivirus 5 এবং ESET Smart Security 5 BETA (লাইসেন্স সহ) | Techtunes
০৩. সিলেক্ট টাইপিক্যাল এবং নেক্সট..
Window III Typical Cutsom সিস্টেম এবং ইন্টারনেট উভয়ের জন্য কমপ্লিট সিকিউরিটি সল্যুশন: সরাসরি ডাউনলোড: ESET NOD32 Antivirus 5 এবং ESET Smart Security 5 BETA (লাইসেন্স সহ) | Techtunes
০৪. চেক বক্সে টিক চিহ্ন দিয়ে নেক্সট...
Window IV ThreatSense সিস্টেম এবং ইন্টারনেট উভয়ের জন্য কমপ্লিট সিকিউরিটি সল্যুশন: সরাসরি ডাউনলোড: ESET NOD32 Antivirus 5 এবং ESET Smart Security 5 BETA (লাইসেন্স সহ) | Techtunes
০৫. এনাবল ডিটেকশন সিলেক্ট করে নেক্সট...
Window V PUA সিস্টেম এবং ইন্টারনেট উভয়ের জন্য কমপ্লিট সিকিউরিটি সল্যুশন: সরাসরি ডাউনলোড: ESET NOD32 Antivirus 5 এবং ESET Smart Security 5 BETA (লাইসেন্স সহ) | Techtunes
০৬. ক্লিক ইন্সটল.....
Window VI Ready To Install সিস্টেম এবং ইন্টারনেট উভয়ের জন্য কমপ্লিট সিকিউরিটি সল্যুশন: সরাসরি ডাউনলোড: ESET NOD32 Antivirus 5 এবং ESET Smart Security 5 BETA (লাইসেন্স সহ) | Techtunes
০৭. ক্লিক ফিনিশ।
Window VII Complete সিস্টেম এবং ইন্টারনেট উভয়ের জন্য কমপ্লিট সিকিউরিটি সল্যুশন: সরাসরি ডাউনলোড: ESET NOD32 Antivirus 5 এবং ESET Smart Security 5 BETA (লাইসেন্স সহ) | Techtunes
০৮. প্রোগ্রামটি রান করুন। ইন্টারনেট কানেকশন চালু থাকলে এরকম একটা ম্যাসেজ আসবে। এল্যাউ শেয়ারিং বাটনে ক্লিক করুন। ব্যস হয়ে গেল।
Network connection detected সিস্টেম এবং ইন্টারনেট উভয়ের জন্য কমপ্লিট সিকিউরিটি সল্যুশন: সরাসরি ডাউনলোড: ESET NOD32 Antivirus 5 এবং ESET Smart Security 5 BETA (লাইসেন্স সহ) | Techtunes
এবার, আপডেট বাটনে ক্লিক করে ভাইরাস ডেফিনিশন আপডেট করে নিন। এটার সাইজ হবে খবুই কম। ৩-৫ মেগাবাইটের মত। ইউজার নেম এবং পাসওয়ার্ড চাইলে নীচে দেয়া "Valid User and Password Viewer" ডাউনলোড করে নিন।
আপনার প্রয়োজন অনুযায়ী সরাসরি FTP ডাউনলোড করুন:

ESET NOD32 Antivirus 5 Beta (32bit) | 45 MB
ESET NOD32 Antivirus 5 Beta (64bit) | 49 MB
এবং
ESET Smart Security 5 BETA (32bit) | 49 MB
ESET Smart Security 5 BETA (64bit) | 56 MB
সর্ম্পূণ লাইসেন্স এবং আপডেট করার সুবিধা পেতে ডাউনলোড করুন:
Valid User & Password Viewer | 1.5 MB
User & Password Viewer মাধ্যমে অটোম্যাটিক ইউজার এবং পাসওয়ার্ড আপডেট পাবেন কোন রকম ঝামেলা ছাড়াই। সবুজ চিহ্নিত ইউজার নেম এবং পাসওয়ার্ডগুলো কাজ করবে এবং Viewer চালু করার আগে ESET প্রটেকশন টেম্পোরারি ডিস্যাবল করে নিন। ইউজার এবং পাসওয়ার্ড নেয়ার পর ESET আবার চালু করে দিন। এটা দেখতে এরকম:
viewer সিস্টেম এবং ইন্টারনেট উভয়ের জন্য কমপ্লিট সিকিউরিটি সল্যুশন: সরাসরি ডাউনলোড: ESET NOD32 Antivirus 5 এবং ESET Smart Security 5 BETA (লাইসেন্স সহ) | Techtunes

0 comments:

Post a Comment