সাধারণত আমাদের কোন সফটওয়্যার আনইনস্ট করতে হলে কন্ট্রোল প্যানেল গিয়া আনইনস্ট করতে হয়। এ সফটওয়্যার টি দিয়া স্টার মেনু বা ডেস্কটপ এ থাকা শর্টকাট টি রাইট ক্লিক করে যেকোন সফ্টওয়্যার আনইনস্ট করা যায়।খুব সহজে তেমন জামেলা করতে হয় না।



আপনে যে সফটওয়্যার টি আনইনস্ট করতে চান তার শর্টকাট টি তে রাইট ক্লিক করেন তার পর আনইনস্ট ক্লিক করেন নিচের ছবির মত ।

এবার উপরে আপনি আনইনস্টল ক্লিক করলে এটি নিশ্চিতকরণ অনুরোধ আসবে আসলে আপনে সফটওয়্যার টি আনইনস্টল করতে চান নাকি।

যদি আপনে ইয়েস ক্লিক করেন তাহলে স্বয়ংক্রিয়ভাবে উপযুক্ত নির্দিষ্ট ফাইলের অ – ইনস্টলেশন ফাইল অনুসন্ধান করে আনবে এবং নিচের মত আসবে।

এখন সফটওয়্যার টা নির্বাচিত করলেই কাজ করতে থাকবে।
সফটওয়্যার টা ডাউনলোড করেন এখান থেকে
0 comments:
Post a Comment