ফটো এবং ভিডিও আপলোড এবং স্টোর এর জন্য অনেক সাইট থাকলেও প্রকৃত অর্থে আনলিমিটেড সুবিধা দিত না কেউই, এমনকি গুগল পিকাসাও নয়। গুগলের নতুন সামাজিক নেটওয়ার্কিং সাইট গুগল প্লাস আসার সাথে সাথে এবার পিকাসা তে আনলিমিটেড ছবি এবং ভিডিও আপলোডের ঘোষনা দিয়েছে গুগল কর্তৃপক্ষ।

গুগল জানিয়েছে--

গুগল জানিয়েছে--
- ১। যাদের গুগল প্লাস অ্যাকাউন্ট আছে তারা ফটো আপলোডের জন্য ১ গিগিবাইট ফ্রি স্পেস পাবেন। কিন্তু যেসব ছবির রেসোলিউশন ২০৪৮*২০৪৮ শুধুমাত্র সেসব ছবির ক্ষেত্রেই স্পেস কাউন্ট হবে, এর নিচের রেসোলিউশন এর ছবি এই ১ গিগিবাইট স্পেস এর মধ্যে গন্য হবে না! সুতরাং ২০৪৮*২০৪৮ রেসোলিউশন পর্যন্ত যেকোন ছবি, যত খুশি তত ছবি আপনি আপলোড করতে পারবেন পিকাসা ওয়েব অ্যালবামে!
- ২। যাদের গুগল প্লাস অ্যাকাউন্ট নেই তাদের ক্ষেত্রেও একই নিয়ম তবে এখানে রেসোলিঊশন এর সীমা টা আরেকটু কম। এক্ষেত্রে ৮০০*৮০০ পিক্সেল পর্যন্ত ছবি ১ গিগাবাইট স্পেস এর মধ্যে কাউন্ট হবে না।
- ৩। ভিডিও আপলোডের ক্ষেত্রে দুধরনের ইউজার রাই একই সুবিধা পাবেন এবং সেটি হল ১৫মিনিট পর্যন্ত যেকোন ভিডিও আপনি আপলোড করতে পারবেন এবং সেটি এই ১ গিগাবাইট স্পেস এর মধ্যে গন্য হবে না!
0 comments:
Post a Comment