অসাধারণ কাজের একটি সফ্যটওয়ার!! মিস করবেন তো অনেক কিছু হারাবেন!!

Thursday, July 28, 2011

কম্পিউটার চালানোর সময় আমাদের বার বার বিভিন্ন ফোল্ডারে ঢুকতে হয় কিংবা বিভিন্ন অ্যাপ্লিকেশন রান করতে হয়। আমরা প্রয়োজনীয় ফোল্ডার ওপেন করার জন্য My Computer-এর নির্দিষ্ট ড্রাইভে গিয়ে উক্ত ফোল্ডারটি ওপেন করি। যদি উক্ত ফোল্ডারটি বার বার খোলার প্রয়োজন হয় তবে এটা বিরক্তিকর ব্যপার হয়ে দাড়ায়। আবার বিভিন্ন অ্যাপ্লিকেশন চালানোর জন্য ডেস্কটপ আইকন দিয়ে ভরে রাখি, ফলে প্রয়োজনের সময় নির্দিষ্ট আইকনটিও খুজে পাই না। তাছাড়া এতে ডেস্কটপের সৌন্দর্য্যও নষ্ট হয়। যদি এমন হত- আপনি মাউসের রাইট বাটনে ক্লিক করলে প্রয়োজনীয় সবগুলো ফোল্ডার এবং অ্যাপ্লিকেশন একবারে পেয়ে যাবেন!!!
1.RCM  অসাধারণ কাজের একটি সফ্যটওয়ার!! মিস করবেন তো অনেক কিছু হারাবেন!!
আজকে আমি আপনাদের এমন একটা সফ্যটওয়ার দেব যার মাধ্যমে আপনি আপনার My Computer ও মাউসের রাইট বাটন Menu কে নিজের ইচ্ছামত সাজাতে পারবেন। সফ্যটওয়ারটি Windows-7 এবং XP কম্পাটিবল। ডাউনলোড করতে নিচের আইকনে ক্লিক করুন..
ডাউনলোড শেষে “Rignt_Click_Enhancer_Setup.rar” ফাইলটি Extract করে সেটআপ দিন। Extract করার জন্য 7zip অথবা WinRAR ব্যবহার করতে পারেন। না থাকলে কোন ঝামেলা ছাড়াই WinRAR-এর রেজিস্টার্ড ভার্সনটি ডাউনলোড করে নিতে পারেন এখান থেকে…
সেটআপ শেষে প্রোগ্রামটি রান করলে নিচের মত একটি ইন্টারফেস পাবেন, যেখানে ৫টি গুরুত্বপূর্ণ অপশন রয়েছে-
1. My Computer Manager
2. Right Click Tweaker
3. Send To Manager
4. Right Click Shortcuts Creator
5. Right Click Cascading Meny Creator
4.Main  অসাধারণ কাজের একটি সফ্যটওয়ার!! মিস করবেন তো অনেক কিছু হারাবেন!!
প্রথমে My Computer Manager–এ ক্লিক করলে নিচের মত একটি মেনু পাবেন, যেটি দিয়ে আপনার My Computer Menu কে ইচ্ছামত সজাতে পারবেন-
5.MyCom1  অসাধারণ কাজের একটি সফ্যটওয়ার!! মিস করবেন তো অনেক কিছু হারাবেন!!
এখান থেকে-
• প্রথমে Advance সিলেক্ট করে Add Folder-এ ক্লিক করুন।
• তারপর আপনি যে ফোল্ডরটি My Computer-এ Add করতে চান Name-এর ঘরে তার নাম লিখুন।
• Path-এ ফোল্ডরটির লোকেশন দিখিয়ে দিন, Icon-চাইলে আইকন সিলেক্ট করে দিতে পারেন।
• তারপর Add বাটনে ক্লিক করে আপনার My Computer-এ গিয়ে দেখুন আপনার কাঙ্খিত ফোল্ডারটি অ্যাড হয়েছে-
6.MyCom2  অসাধারণ কাজের একটি সফ্যটওয়ার!! মিস করবেন তো অনেক কিছু হারাবেন!!
বাকি সব মেনু গুলোর কাজ প্রায় একই রকম। খুবই সহজ, একবার চেস্টা করলেই পারবেন। তো আর কথা না বাড়িয়ে এখনই কাজ শুরু করে দিন..।
আশা করি সবারই কাজে লাগবে।
Sagor অসাধারণ কাজের একটি সফ্যটওয়ার!! মিস করবেন তো অনেক কিছু হারাবেন!!

0 comments:

Post a Comment