
বাংলা ভাষায় লেখা পাঠ্য পড়ার জন্য বা পাঠ্য লেখার জন্য প্রথমবার ডিভাইসে ফন্ট ইন্সটল করতে হয়৷ তিনটি সহজ ধাপে বাংলা ফন্ট ইন্সটল করতে হয়৷ ফন্ট তিন ভাবে ইন্সটল করা যায়৷ বোল্ট ইন্ডিক দিয়ে আপনার মোবাইলে ভারতীয় ভাষা ইন্সটল করার ধাপগুলি নিচে দেওয়া রয়েছে:

বিকল্প 1. ফন্ট স্ব-ইন্সটল
বোল্ট ইন্ডিক-এ ভারতীয় ভাষা ব্যবহারকারী কোনো ওয়েবসাইট যখন প্রথম খোলা হয়, সেটি মোবাইল ব্যবহারকারীকে প্রয়োজনীয় বাংলা ফন্ট ইন্সটল করতে বলে দেয়৷

বোল্ট ইন্ডিক ফন্ট স্বয়ং-ইন্সটল: ইন্ডিক ফন্ট স্বয়ং-ইন্সটল-এর জন্য প্রম্পট
বিকল্প 2. ভাষা বদলান
ব্যবহারকারী যখন বোল্ট ইন্ডিক-এর ডিফল্ট ভাষা বদলান তখন সংশ্লিষ্ট বাংলা ফন্ট স্বয়ংক্রিয়ভাবে ইন্সটল হয়ে যায়৷

বোল্ট বাংলা ভাষায় ব্যবহারকারী ইন্টারফেস প্রদর্শন করে
বিকল্প 3. ম্যানুয়াল ইন্সটল
আপনার ডিভাইসে বোল্ট ইন্ডিক খুলুন এবং মেনু>পছন্দসই-তে যান৷ পছন্দসই-তে স্ক্রোল করে নিচে ফন্ট ইন্সটল করুন-এ যান এবং সেটিকে বাছুন৷ ফন্ট ইন্সটল করুন স্ক্রীনে আপনি যে ফন্টটি ইন্সটল করতে চান, সেটিকে বাছুন৷

বাংলা ভাষায় বোল্ট ইন্ডিক দিয়ে টাইপ করতে খুবই ভাল লাগে এবং নিশ্চিত, সেই অভিজ্ঞতায় কোনো পরিবর্তন না হয়৷ বোল্ট ইন্ডিক-এর কীবোর্ড বাংলা ভাষার উপযোগী করে তৈরি করা হয়েছে যাতে আপনার ডিভাইসে বাংলা ভাষা ব্যবহারের অভিজ্ঞতা মনোগ্রাহী হয়৷
পাঠ্য কী ভাবে লিখবেন?

লেখার সময় বাংলা ফন্ট ব্যবহার করার জন্য কীবোর্ড বদলাতে "#" টিপুন৷ # টিপলে আপনার ইন্সটল করা বিভিন্ন ভাষার মধ্যে আপনার প্রয়োজনীয় ভাষা আপনি বেছে নিতে পারবেন৷ ভাষা বেছে নেওয়ার পর, অক্ষরগুলি লেখার জন্য কীবোর্ডের কী টিপুন৷
বোল্ট ইন্ডিক নিজে থেকেই বুঝে নেয় আপনার কোয়ার্টি কীবোর্ড না কি জেনেরিক মোবাইল কীবোর্ড এবং সেই অনুযায়ী লেখার সুবিধার জন্য অক্ষরের তালিকা প্রদর্শন করে৷ কীবোর্ডের কী টিপলে অক্ষর বাছাইয়ের তালিকা দেখতে পাওয়া যায়৷ তীর কী টিপে অথবা অক্ষরগুলির কী একাধিকবার টিপে টিপে আপনি তালিকা ব্যবহার করতে পারেন৷
হিন্দী বাছুন "#" কী 3 বার টিপে
"4" কী একবার টিপে
"9" কী চারবার টিপে
"2" কী দুবার টিপে
খোঁজার জন্য বাছুন টিপুন
খোঁজার ফলাফল প্রদর্শিত হয়েছে বাংলায়.

ও হ্যাঁ আ্পনি মিডিয়া ফাইলও এর মাধ্যমে চালাতে পারবেন।
ডাউনলোড করতে মোবাইল থেকে এখানে যান।
এটা আমার প্রথম পোস্ট। ভাল না লাগলেও প্লিজ কমেন্ট করবেন।
0 comments:
Post a Comment