ফাইল শেয়ারিং সাইটগুলোতে ফাইল খুঁজুন
Friday, July 22, 2011
বিভিন্ন ফাইল সংগ্রহের জন্য ফাইল শেয়ারিং সাইটের সাহায্য নেওয়া হয়।কিন্তু ফাইল শেয়ারিং সাইটগুলোতে ফাইল খুঁজে বের করার জন্য আলাদা কোনো ব্যবস্থা থাকে না। ফলে, ইচ্ছা থাকা সত্ত্বেও অনেক সময় কাঙ্ক্ষিত ফাইল খুঁজে বের করা যায় না। তবে বিকল্প উপায়ে অন্য কিছু সাইট থেকে এই সুবিধা পাওয়া যেতে পারে। এ রকম কিছু সাইটের ঠিকানা দেওয়া হলো: মিডিয়াফায়ারট্রেন্ড: জনপ্রিয় ফাইল শেয়ারিং সাইট www.mediafire.com-এর যেকোনো ফাইল আপনি এই সাইট থেকে খুঁজে বের করতে পারবেন। মিডিয়াফায়ারের সার্চ ইঞ্জিন হিসেবে ব্যবহূত এই সাইটের ঠিকানা: mediafire হটফাইল: জনপ্রিয় ফাইল শেয়ারিং সাইট www.hotfile.com-এর ফাইল খুঁজে বের করতে পারবেন hotfile ঠিকানার সাইটে গিয়ে। একের ভেতর তিন: www.rapidshare.com, www.hotfile.com ও www.megaupload.com তিনটি ফাইল শেয়ারিং সাইটের সার্চ ইঞ্জিন হিসেবে এই ঠিকানার সাইটটিকে ব্যবহার করা যাবে।
Labels:
Download
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment