প্রথমেই বলে রাখি সফটওয়্যারটি আমার কাছে এত অসাধারণ লেগেছে যে শেয়ার না করে পারলামনা।।আজ আমি এমন একটি অ্যাপ্লিকেশন সম্পর্কে জানাবো যা দ্বারা যেকোন সফটওয়্যারকে পোর্টেবল করা যায়।অনেকেই মনে করেন পোর্টেবল সফটওয়্যার শুধুমাত্র পেন ড্রাইভে বহন করার জন্যই বানানো হয়।আসলে কিন্তু তা নয়।পোর্টেবল সফটওয়্যার আমাদের অনেক উপকারের বস্তু।আমরা যখন সফটওয়্যার ইন্সটল করি তখন উইন্ডোজে অনেকগুলো রেজিস্ট্রি জমা হয়।যার কারনে কম্পিউটার স্লো হয়ে যায়।আপনারা সবাই জানেন যে উইন্ডোজে কয়েকটি সফটওয়্যার ইন্সটল দিলেই কম্পিউটার স্লো হয়ে যায়।কিন্তু পোর্টেবল সফটওয়্যার ইন্সটল করা লাগেনা।ইন্সটল না করেই ব্যাবহার করা যায়।cameyo একটি ফ্রীওয়্যার এবং ব্যবহার করা খুব সোজা।আমি শুধু কিভাবে করতে হয় সেটা দিলাম,ছবি দিলামনা।কারণ এটি এতই সোজা যে ছবি দেওয়ার প্রয়োজন নেই।প্রথমে সফটওয়্যারটি ওপেন করে capture এ ক্লিক করুন।এরপর আপনার কম্পিউটারে কি কি আছে তা এটি চেক করবে।চেক করতে ১৫ থেকে ৩০ সেকেন্ড সময় লাগবে।চেক করা শেষ হলে আপনাকে সফটওয়্যার ইন্সটল করতে বলবে।তখন আপনি সফটওয়্যারটি ইন্সটল করবেন।(((ধরুন,আপনি ফায়ারফক্স ইন্সটল করলেন।কিন্তু মনে রাখবেন আগে ইন্সটল করা থাকলে হবেনা।আগে যদি সেই সফটওয়্যার অর্থাৎ যেটা আপনি পোর্টেবল করবেন সেটা ইন্সটল করা থাকে তবে আনইন্সটল করে নিবেন।)))যাইহোক,সফটয়্যার ইন্সটল করার পর পরবর্তী ধাপে যাবেন।এবার আপনার কম্পিউটারটি পুনরায় চেক করে অটোমেটিকালী পোর্টেবল করা শুরু করবে।পোর্টেবল করা শেষ হলে আপনি সয়ংক্রীয়ভাবে সেই ফোল্ডারে চলে যাবেন যেই ফোল্ডারে আপনার সফটওয়্যার পোর্টেবল করা হয়েছে।ব্যস,এবার মজায় মজায় পোর্টেবল সফটওয়্যার ব্যবহার করুন।
আমি এই সফটওয়্যারটি দিয়ে ৪০ মেগাবাইটের ফাইলকে ১৭ মেগাবাইটের একটি executable ফাইলে পরিণত করেছি।সফটওয়্যারটি মাত্র 5.2 মেগাবাইট।ডাউনলোড করুন নিচের লিংক থেকেঃ
*****ডাউনলোড****
0 comments:
Post a Comment