ডিভাইস ড্রাইভার স্বয়ংক্রিয়ভাবেই আপডেট করুন অনলাইন থেকে

Tuesday, August 9, 2011

এক্সপি থেকে ভিসতা বা সেভেনে আপগ্রেড করার পেছনে মূল বাধাই হচ্ছে ডিভাইস ড্রাইভার কম্পাটিবিলিটি। দরকারি ডিভাইসটি উপযুক্ত ড্রাইভারের অভাবে আবার অকেজো হয়ে যাবে নাতো? –এই ভয়েই আপগ্রেডিং এর পথে পা বাড়ান না অনেকেই। তবে এতশত দুঃশ্চিন্তার মধ্যেও ভাল খবর হচ্ছে এই যে উইন্ডোজ সেভেনে আপনাকে ড্রাইভার নিয়ে এতোটা না ভাবলেও চলবে। এটি নিজে থেকেই আপনার ডিভাইসকে চালাতে সক্ষম।
কিন্তু এখানেও একটা সমস্যা আছে। উইন্ডোজ সেভেনে যে ড্রাইভার দেয়া আছে সেটা কখনোই আপডেটেড না। সেটা হচ্ছে ডিভাইস্টর একটি বেসিক লেভেলের কাজ চালানোর উপযোগী ড্রাইভার। এমন পরিস্থিতিতে নির্মাতা কোম্পানীর সাইটে ড্রাইভার খুজে পেলেতো আর কোনো কথাই নেই। আর যদি না পান? তখন রয়েছে উইন্ডোজ আপডেট। সে সম্পর্কে আমরা অনেকেই জানি। তবুও শর্টকাটে উপায়টা আরেকবার বলে নিই।
  • কম্পিউটারে রাইট ক্লিক করে প্রোপার্টিজে যান। ডিভাইস ম্যানেজারে  ক্লিক করুন।

  • যে ডিভাইসটির ড্রাইভার আপডেট করতে চান সেটিতে রাইট ক্লিক করে আপডেট ডিভাইস সফটওয়ারে ক্লিক করুন।

ডিভাইস ড্রাইভার স্বয়ংক্রিয়ভাবেই আপডেট করুন অনলাইন থেকে
  • পরের উইন্ডোতে সার্চ অটোম্যাটিকালি ফর আপডেটেড ড্রাইভার সফটওয়ারে ক্লিক করলে উইন্ডোজ নিজেই প্রথমে আপনার পিসি এবং তারপর ইন্টারনেট থেকে ড্রাইভার খুজে আপনাকে জানাবে।

ডিভাইস ড্রাইভার স্বয়ংক্রিয়ভাবেই আপডেট করুন অনলাইন থেকে
আর যাদের ২৪ ঘন্টা ইন্টারনেট কানেকশন আছে তারা চাইলে আরেকধাপ এগিয়ে রাখতে পারেন নিজেদেরকে।
  • এজন্য আবার কম্পিউটারে রাইট ক্লিক করে প্রোপার্টিজে যান। এডভান্সড সিস্টেম সেটিংস-এ যান। হার্ডওয়ার ট্যাবে ক্লিক করুন।

  • ড্রাইভার ইন্সটলেশন সেটিংস-এ ক্লিক করুন।

ডিভাইস ড্রাইভার স্বয়ংক্রিয়ভাবেই আপডেট করুন অনলাইন থেকে
  • ইয়েস ডু দিস অটোম্যাটিকালি সিলেক্ট করে ওকে করুন।

ডিভাইস ড্রাইভার স্বয়ংক্রিয়ভাবেই আপডেট করুন অনলাইন থেকে

0 comments:

Post a Comment