পোর্টবেল Google Chrome

Wednesday, September 21, 2011

ইন্টারনেট ব্রাউজিং এর জন্য Google Chrome একটি দারুন সিম্পল ব্রাউজার। আমার Firefox দিয়ে ব্রাউজ করতে সবচেয়ে ভাল লাগে তবে অনান্য ব্রাউজার যেমন অপেরা,ফ্লোক এগুলিকেও ব্যাবহার করে থাকি।আমাদের মধ্যে বেশির ভাগই নেট ব্রাউজিং এর জন্য একটি ব্রাউজারে চিপকে থাকে।এর মেইন রিসন ব্রাউজার ইনস্টলেশন। আমি পিসিতে যে সমস্ত ব্রাউজার গুলি ইউস করে থাকি তা সবই পোর্টবেল ভার্সন। এখন বেশ কিছুদিন ধরে পোর্টবেল Google Chrome  ব্যবহার করছি। পোর্টবেল হবার কারনে ইনস্টলেশনের কোন ঝামেলা নেই ফলে অফিস এবং ঘরে দুজায়গাতেই ব্যাবহার করতে পারছি।ব্লগের ভিসিটরদের মধ্যে কারও ভাল লগলে ইউস করে দেখতে পারেন।
ডাউনলোড

0 comments:

Post a Comment