এক্সপি সেটআপ দেবার গাইড বই
Sunday, October 2, 2011
যখন পিসি নতুন কিনি তখন কিছুই পারতাম না। কয়েকদিন পর পর রাজুকে নিয়া যেতাম ভিবিন্ন সমস্যার কারণে। এক্সপি কি জিনিশ তাই বুঝতাম না। এটা সেটআপ দেবার জন্য নিতে হয়েছে ৩/৪ বার প্রতিবার ২৫০/৩০০ টাকা করে দিতে হয়েছে। অনেকেই আছেন যারা এক্সপি সেটআপ দিতে পারেন না। তাদের জন্য এই ইবুক। প্রায় ১ মেগার থেকে একটু বেশি এটা। লিখেছেন = ফয়সাল সোহাগ ( ফেসবুকে আমার বন্ধু) প্রায় ভালোই ডলো হয়েছে। প্রকাশ পাবার ২ ঘণ্টার মধেই মনে হয় ১৫ বারের উপরে ডলো হয়েছে। নামিয়ে দেখেন যারা পারেন না কাজে লাগবে Download
Labels:
BOOK AND EDUCATION
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment