মজার একটি মোবাইল অ্যাপ (ফান অ্যাপ)

Wednesday, October 5, 2011

যাদুর অ্যাপ এটি. হ্যাঁ, যারা এটি প্রথম ব্যবহার করবেন তাদের কাছে তাই মনে হতে পারে, যেন আপনার মনের কথা বলছে. আবার যারা গণিতে বেশি ভালো, তারা ঝট করেই বুঝে ফেলতে পারেন ব্যাপারটা. আর যারা খুব ভালো না, তারাও একটুতেই বুঝে যেতে পারেন.
অ্যাপটির নাম ম্যাজিক পেপার. গণিতের খুব সহজ একটা নিয়ম অনুযায়ী কাজ করে এটা. 99 টি ছবির মধ্যে যেটা অপনি দেখবেন (হিসাবের পর) সেটাই বলে দিব ে. ব্যবহার করেই দেখুন. তাক লাগিয়ে দিন সবার সাথে খেলে. মাত্র 240KB অ্যাপ টি ডাউনলোড করুন এখান থেকে:

0 comments:

Post a Comment