
এখন বুঝলেন তো কিকি করা যায়! যাই হওক এবার এর মাধ্যমে .swf কে কীভাবে ভিডিওতে রুপান্তর করা যায় সেই আলাপে আসি।
প্রথমে আপনি Convert any format to AVI এতে ক্লিক করুণ তাহলে যেকেন ফাইল নিতে বলবে তখন আপনি .swf ফাইলটি ওপেন করুণ। তারপর দেখতে পারবেন নিচের মত ক্রিণ আসছে

তখন আপনি Start বাটনটিতে ক্লিক করুণ তাহলে নিচের মত আসবে

এইরকম আসলে যদি আপনার .swf ফাইলটিতে প্লে অপশন থাকে তাহলে তা প্লে করে দিন বাস কাজ শেষ। এখন আপনার .swf ফাইলটি যতক্ষণ দেখবেন ততক্ষণ তা ভিডিও হবে যদি ক্লোজ করতে চান তাহলে উপরের পর্দাটি কেটে Stop করে দিন ভিডিও টি অটো সেভ হবে। মনে রাখবেন উপরের পর্দায় আপনার ফাইলটি যতক্ষণ চালাবেন ততক্ষণ ভিডিও হবে। ভিডিও কোয়ালিটিও খুব ভালো। আমি এর চেয়ে ভালো কনভার্টার দিতে পারলাম না। যদি আপনাদের কাছে এরচেয়ে ভালো থাকে তাহলে শেয়ার করবেন।
সফটওয়্যারটি ডাউনলোড করার জন্য এখানে ক্লিক করুণ

এবার সফটওয়্যারটি কী ভাবে ফুল ভার্শণ করবেন তা জানিয়ে দিচ্ছি
প্রথমে সফ্টওয়্যারটি সেটআপ করুণ। তারপর সফ্টওয়্যারটি রাণ করুণ তাহলে দেখতে পাবেন যে লাইসেন্স চাচ্ছে তখন দেখুন সফ্টওয়্যার ফোল্ডার এর ভেতরে একটি নোটপেড আছে সেটি অপেন করে তার ভেতরের Licensed E-mail ও Registration Code দিয়ে ওকে করুণ। তাহলে দেখবেন যে কাজ হচ্ছে না। এখন আপনি সফ্টওয়্যার ফোল্ডার এর ভেতরে দেখতে পাবেন যে একটি entry.dll ফাইল আছে এই ফাইলটি কপি করুণ তারপর Local Disk C/Program File/WinAVI/Video Converter এর ভিতরে রিপলেস করেদিন। ব্যাস কাজ শেষ। এবার ব্যবহার করুণ আপনার মনমত।
0 comments:
Post a Comment