ছবি থেকে সহজেই স্কেচ দুর করুন

Sunday, October 2, 2011

অনেকেই ছবি সম্পাদনা করতে পছন্দ করেন। আবার কাজের জন্যও ছবি সম্পাদনার দরকার পড়ে। শুধু সম্পাদনা নয়, মাঝেমধ্যে ছবিতে বিশেষ আবহও দেওয়া যায়। ইচ্ছে করলে সহজেই যেকোনো ছবির স্কেচ তৈরি করতে পারেন। এ জন্য আপনার লাগবে ‘ফটো স্কেচ মেকার’ নামের একটি সফটওয়্যার। মাত্র ১ মেগাবাইটের ছোট্ট এই সফটওয়্যারটি বহনযোগ্য (পোর্টেবল) বলে ইনস্টলের ঝামেলা নেই। এটি Download ঠিকানার ওয়েবসাইট থেকে নামিয়ে নিতে হবে। জিপ ফাইলটি খুলে সফটওয়্যারটি চালু করুন। সফটওয়্যারটি চালু করে বা পাশের Open অপশনে গিয়ে আপনার কাঙ্ক্ষিত ছবিটি নির্বাচন করে খুলুন। লাল, সবুজ, নীল ইত্যাদি রঙের ক্যানভাসে আপনার কাঙ্ক্ষিত ছবির স্কেচ নমুনা প্রদর্শিত হবে। পছন্দের নমুনা ক্যানভাসে ক্লিক করুন। খেয়াল করুন, পাশে একটি স্লাইডার রয়েছে। ওই স্লাইডার টেনে স্কেচটি আপনার মনের মতো করে নিতে পারেন। সম্পাদনা শেষে ছবি সেভ করার জন্য সবার ওপরে বাঁয়ে File/Save অপশনে যান। ছবিটির একটি নাম দিন, Save in অপশনে দেখিয়ে দিন ছবিটি কোথায় সেভ করে রাখবেন। Save as অপশনে থেকে JPG অথবা BMP ফরম্যাট নির্বাচন করে ছবিটি সেভ করু।

0 comments:

Post a Comment