যা হোক একটা সফটওয়্যার শেয়ার করব যা দিয়ে খুব সহজেই স্কিনশট নিতে পারবেন এবং আপলোডও করতে পারবেন।
প্রথমে সফটওয়ারে টি এই ঠিকানা থেকে নামিয়ে নিনঃ
ডাউনলোড শেষে Ctrl+1 কি একসাথে চাপুন তারপর আপনার কাংখিত যায়গার শট তুলুন সাথে সাথেই আপলোড হয়ে যাবে সাইটে কোন লগিন/সাইন আপ করার যামেলা নাই। আপনি চাইলে ওদের ওইখানে একটা এ্যাকাউন্টও খুলতে পারেন তাহলে আরো কিছু সুবিধা পাবেন।

দেখুন কয়েকটি স্ক্রিনশটঃ

আছে FTP তে আপলোড করার সুবিধাঃ আপনার FTP এর ঠিকানা দিয়ে দিলে সরাসরি আপানর সাইটে চলে যাবে

আপনার স্ক্রিনশটি যখন আপলোড হয়ে যাবে তখন একটা মেসেজ দেখাবে ওইখানে ক্লিক করলেই একটা লিঙ্ক পাবেন। হয়ে গেল আপনার স্রিনশট এবং আপলোড

————————
0 comments:
Post a Comment