প্রথমে সফটওয়্যারটি ডাউনলোড করে আনজিপ করুন। একটি ফাইল দেখতে পাবেন। ওটা চালু করার আগে আপনার ফোন পিসি থেকে ডিসকানেক্ট করুন (যদি কানেক্ট থাকে) এবং মোবাইল সম্পর্কিত সব সফটওয়্যার Exit করুন নাহলে এই সফটওয়্যারটি কাজ করবে না। এরপর সফটওয়্যার টি চালু করলে নিচের মতন দেখতে পাবেন।

এরপর মোবাইল টি ডাটাকেবল দিয়ে কানেক্ট করুন। Pc Suite/Ovi Suite মোড সিলেক্ট করুন। তারপর নিচের মত Connect বাটন এ ক্লিক করুন।

মুহূর্তের মধ্যে কানেক্ট হয়ে যাবে এবং এই ডায়লগ বক্স দেখাবে। নিচে দেখুন।

এরপর মোবাইল এর যেখানকার স্ক্রীনশট নিবেন মোবাইল এ সেখানে যান এবং Dump বাটন এ ক্লিক করুন। দেখবেন স্ক্রীনশট দেখা যাচ্ছে!

এরপর Save করতে চাইলে Save Dump এ ক্লিক করে সেভ করুন।

এখন আপনি যদি কোন অ্যাপ্লিকেশান এর স্ক্রীনশট নিতে চান তখন? আরে মিয়া চিন্তা কীসের? Dump আর Save Dump এর মধ্যে Java তে টিক দিন আর জাভা অ্যাপ্লিকেশান এর স্ক্রীনশট নিন একই ভাবে। Save ও একই ভাবে করবেন।
ও হো! সফটওয়্যার টির নাম Nokia Screen Dumper.
ডাউনলোড করুন এখান থেকে। মিডিয়াফায়ার লিঙ্ক।
0 comments:
Post a Comment