SPECIAL TRICK!! জাভা মোবাইল থেকেই নিন স্ক্রিনশট!!

Tuesday, October 11, 2011

আমরা অনেকেই কম মূল্যে পাওয়া যায় বলে জাভা সমর্থিত মোবাইল ব্যাবহার করে থাকি।আর সেই জাভা সমর্থিত সেটে আমরা যারা নেট ব্রাউজ করি তারা অপেরা মিনি ব্যাবহার করে থাকি।আজ আমি আপনাদেরকে দেখাব কিভাবে অপেরা মিনি দিয়ে স্ক্রিনশট নিতে হয়।
***এই স্ক্রিনশট নিতে আমাদেরকে অপেরা মিনি এর অন্য একটি ভার্সন যা ‘অপেরা মোড’ নামে পরিচিত সেটা ব্যাবহার করতে হবে।***
স্ক্রিনশট নেওয়ার জন্য নিচের তিনটি ধাপ অনুসরণ করুন।
১ম ধাপ:
প্রথমে আপনি অপেরা মোড ডাউনলোড করুন।আর অপেরা মোড ডাউনলোড করতে নিচের লিঙ্কে যান।
এখানে ক্লিক করুন
২য় ধাপ:
এবার এই সফটওয়ারটি ওপেন করুন।এখন MENU>TOOLS>SETTINGS>GENERAL এ যান।এখন Path for saving screenshot এ আপনি কোন ফোল্ডারে স্ক্রিনশট সেভ করতে চান তা সেভ করে নিন।
৩য় ধাপ:
এবার আপনি MENU>TOOLS>SETTINGS>navigations এ যান।এখান থেকে SHORTCUT MENU তে যান।৪৪ নম্বরে SCREENSHOT দেখতে পাবেন।এবার SHORTCUT KEY সিলেক্ট করে দিন।উদাহরনস্বরূপ * এবং 9 চাপলেই স্ক্রিনশট সেভ হবে।এবার সেভ করুন।
এখন শুরু করুন SCREENSHOT নেয়া যত পারেন।
আপনি যদি কোথাও না বুঝেন তাহলে স্ক্রিনশটগুলো দেখে নিন।
এখানে ক্লিক করুন স্ক্রিনশটের জন্য

0 comments:

Post a Comment