বাইনারী ডে উপলক্ষে সবার জন্য কিছু সফটওয়্যার লাগলে নিতে পারেন :

Saturday, November 12, 2011

ফটো এডিটিং সফটওয়ার কালেকশন
১.My Paint : এটি একটি ওপেন সোর্স সফটওয়্যার ফটো এদিতিং এর জন্য খুব কাজের,বেশি কিছু লিখলাম না, ব্যাবহার করলে আপনি নিজেই বুঝতে পারবেন,অনেক সহজ।
আর কেউ যদি তারপর ও ফিচার গুলো দেখতে ছান তাইলে এখানে ক্লিক করতে পারেন।
সাইজ  : 7.8 MB

মাই পেইন্ট
২. PhotoPos Pro 1.81 : এই এডিটর সম্পর্কে কিছু না বলাই ভাল,আপনি নিজেই দেখুন অনেক ভাল লাগবে।
সাইজ : 41.64 MB

ফটোপোজ প্রো
৩. Photo Instrument : এই এডিটর টা কিন্তু মারাত্তক মামারা,এইটা দিয়ে আপনি একবারে নায়ক হয়ে যেতে পারবেন।
মুখে কোন ধরনের স্পট,দাগ থাকবেনা। চোখের রেড আই নিমিশেই ঠিক করে ফেলতে পারবেন।আর ইউজিং এর টিউটোরিয়াল টা এর মাঝেই দেওয়া আছে :)
সাইজ  : 4.17 MB

ফটো ইনস্ট্রুমেন্ট
ভিডিও এডিটিং সফটওয়্যার কালেকশন
১.Ulead VideoStudio 11 Plus :
এইটা সম্পর্কে বলে শেষ করা সম্ভব না,ভিডিও এডিটিং এর জন্য এর তুলনাই হয় না।
মাত্র : 141.2 MB  সাইজ

:) :) :)
২.WAX : এটি একটি হাই পারফরমেন্স এবং ফ্লেক্সিবল ভিডিও কম্পোজিং এবং স্পেশাল এফেক্ট সফটওয়্যার।এইটার কাজ করার নিয়মটাও অনেক সহজ,আপনি একটু ঘাটাঘাটি করলেই পেয়ে যাবেন ।
 
WAX
মাল্টিমিডিয়া প্লেয়ার
১.KMPlayer : এটি একটি অত্তন্ত ভাল ভিডিও প্লেয়ার,আমার জানামতে অনেকেই এটি সম্পর্কে জানেন তাই আর বললাম না।আমি এইখানে চায়না ভার্সন ও ইংলিশ দুইটাই দিছি,কারন চায়না ভার্সনের স্কিঙ্গুলো সুন্দর,এবং আইকনটাঅ।তাই আপ্নারা চাইলে আগে চায়নাটা ইন্সটল দিয়ে পরে ইংলিশটা দিলে দুইটা একশাতে মিলে কাজ করবে।আর চাইলে শুধু ইংলিশ ও দিতে পারেন। আরেকটা কথা এই ভার্সন গুলো উইন্ডোজ ৭ এ প্রব্লেম করেনাহ।KMP এর আগের ভার্সন গুলোতে উইন্ডোজ ৭ এ প্রব্লেম করতো। :)
২.CyberLink.PowerDVD 11.0.1620.51Ultra.ML : এইটা অত্যন্ত জনপ্রীয় একটি ডিভিডি ভিডিও প্লেয়ার,বেবহার করেই দেখুন।

Power DVD 11

0 comments:

Post a Comment