Microsoft Office 2007 এর সাহায্যে কনভার্ট
প্রথম অংশটুকুর জন্য ইন্টারনেট কানেকশন প্রয়োজন।
- প্রথমে Microsoft Office Word কে Open করুন।
- উপরের বাম কোণার Office Logo তে ক্লিক করুন। নিচের Menu এর Save As অপশনটির উপর মাউসের পয়েন্টার রাখুন এবং Side Menu থেকে Find add-ins for other file formats সিলেক্ট করুন।

- আগত Word Help উইন্ডোতে Microsoft Save as PDF or XPS Add-in for 2007 Microsoft Office programs লিংকটি ক্লিক করুন।

- ব্রাউজারে আগত পেইজে Download ক্লিক করে Save করুন। (এ পর্যন্তই ইন্টারনেট কানেকশন প্রয়োজন)

- Add-in টি Install করুন।
- এবার আপনার কাঙ্ক্ষিত Word ফাইলটি Open করুন।
- উপরের বাম কোণার Office Logo তে ক্লিক করুন। নিচের Menu এর Save As অপশনটির উপর মাউসের পয়েন্টার রাখুন এবং Side Menu থেকে PDF or XPS সিলেক্ট করুন।

- নতুন Publish as PDF or XPS Window তে ফাইলটির Name ও Location দিয়ে Publish করুন।


বিঃদ্রঃ Add-in টি অন্য ড্রাইভে সেভ করে রাখুন। ফলে পরবর্তিতে কম্পিউটার সেট-আপ দিলে বা পুনরায় অফিস ইন্সটলের প্রয়োজন হলে শুধু Add-in টি Install করলেই হবে।
Microsoft Office 2010এর সাহায্যে কনভার্ট
Microsoft Office 2010 এর জন্য ইন্টারনেট সংযোগের প্রয়োজন নেই।
- আপনার কাঙ্ক্ষিত Word ফাইলটি Open করুন।
- উপরের বাম কোণার File ট্যাবটিতে ক্লিক করুন এবং Save As অপশনটি সিলেক্ট করুন।

- নতুন Save As Window তে ফাইলটির Name, Location এবং Save as type এর Dropdown menu থেকে PDF সিলেক্ট করে Save করুন।


আশা করি টিউনটি অনেকের উপকারে আসবে। ধন্যবাদ।
0 comments:
Post a Comment