আপনার ব্লগের ব্যাকআপ রাখার পদ্ধতি জেনে নিন

Thursday, December 15, 2011

আজ আমরা জানবো কিভাবে ব্লগার.কম এর ব্লগের ব্যাকআপ রেখে দেয়া যায়। আমরা যে পদ্ধতিতে ব্যাকআপ নেব, তার জন্য আলাদা কোন সফটওয়ার ইনস্টল করতে হবে না। কিংবা আলাদাভাবে কোন বিষয়ে অভিজ্ঞতা লাগবে না। ব্লগারের ডিফল্ট সুবিধা ব্যবহার করেই ব্লগের যাবতীয় পোস্ট এবং মন্তব্যগুলোর ব্যাকআপ নিয়ে নিতে পারবো। তাহলে আসুন জেনে নিই ব্লগস্পট ব্লগের ব্যাকআপ নেয়ার পদ্ধতিঃ
ব্লগার.কম এ লগইন হয়ে নিন।
এবার ড্যাশবোর্ড থেকে Settings এ চলে যান।
এখানে Basic অপশনে দেখুন Export Blog লেখা আছে। এখানে ক্লিক করুন।
[ছবি: 6fFn3.png]
Export Blog লেখা লিংকে ক্লিক করলে নিচের ছবির মতো একটি পেজ আসবে।
[ছবি: aiWBb.png]
তারপর ডাউনলোড বাটনে ক্লিক করুন , ব্যস হয়ে গেলো ব্লগের ব্যাকআপ .

প্রতিটি Link এ Click করে 5 second Wait করেন । তারপর ডানদিকের উপরের ad skip তে click করুন।

0 comments:

Post a Comment