ফ্রিতে ডাউনলোড করে ঠিক ঠাক করে নিন আপনার কম্পিউটার

Friday, December 2, 2011

এমাদের কম্পিউটারকে সুস্থ রাখতে একটি উল্লেখযোগ্য কাজ হল ডিফেগমেন্ট করা। যা আমরা অনেক সমই বিভিন্ন জামেলার কারনে করি না। এর মধ্যে একটি ঝামেলা হল যে এটা করতে অনেক সময় লাগে। আবার এটা দিয়ে কোন নির্দিষ্ট ফাইল বা ফোল্ডার করা যায় না। ডিফ্রেগমেন্ট করতে গেলে পুরো একটি ড্রাইভ করতে হয়।
আমি যে সফটওয়্যারটি দিব এটা দিয়ে আপনি খুব সহজেই আপনার প্রয়োজন মত ডিফ্রেগমেন্ট করতে পারবেন। এই সফটওয়্যার এ সুবিধা সমূহ:
  • নির্দিষ্ট ফাইল, ফোল্ডার বা ড্রাইভ খুব দ্রুত ডিফ্রেগমেন্ট করে।
  • কম্পিউটার স্টার্ট হওয়ার সময় খুব দ্রুতই নিজ থেকেই ডিফ্রেগমেন্ট করে নেয়।
  • এটি কাজ করার সময় কম্পিউটারকে স্লো করে না।
  • আপনার অজান্তেই নিজে নিজেই ডিফ্রেগমেন্ট করে নেয় এটা।
  • ৩৭টি ভাষাকে সমর্থন করে এটা।
 
প্রতিটি Link এ Click করে 5 second Wait করেন । তারপর ডানদিকের উপরের ad skip তে click করুন।

0 comments:

Post a Comment