আমি যে সফটওয়্যারটি দিব এটা দিয়ে আপনি খুব সহজেই আপনার প্রয়োজন মত ডিফ্রেগমেন্ট করতে পারবেন। এই সফটওয়্যার এ সুবিধা সমূহ:
- নির্দিষ্ট ফাইল, ফোল্ডার বা ড্রাইভ খুব দ্রুত ডিফ্রেগমেন্ট করে।
- কম্পিউটার স্টার্ট হওয়ার সময় খুব দ্রুতই নিজ থেকেই ডিফ্রেগমেন্ট করে নেয়।
- এটি কাজ করার সময় কম্পিউটারকে স্লো করে না।
- আপনার অজান্তেই নিজে নিজেই ডিফ্রেগমেন্ট করে নেয় এটা।
- ৩৭টি ভাষাকে সমর্থন করে এটা।
0 comments:
Post a Comment