ডাউনলোড করুন সিম্বিয়ান ভার্সন ৫ এর সেরা ৫টি গেম! ফ্রী!

Monday, December 19, 2011

সিম্বিয়ান এর ভার্সন ৫ অর্থাৎ S60 v5 এর বেশ কয়েকটি ভাগ রয়েছে। তা হচ্ছে S60 v5 Symbian^1, S60 v5 Symbian^3 যার আবার Anna এবং Belle এই দুইটা সংস্করণ রয়েছে।
এখন S60 v5 Symbian^1 এর মোবাইল গুলি হচ্ছে Samsung i8910 Omnia HD, Nokia N97, Nokia N97 mini, Nokia 5800 XpressMusic, Nokia 5530 XpressMusic, Nokia 5228, Nokia 5230, Nokia 5233, Nokia 5235, Nokia C6-00, Nokia X6, Sony Ericsson Satio, Sony Ericsson Vivaz and Sony Ericsson Vivaz Pro.
আর S60 v5 Symbian^3 এর মোবাইল গুলি হচ্ছে Nokia N8, Nokia C6-01, Nokia C7-00, Nokia E7-00, Nokia E6, Nokia X7, Nokia 500, Nokia 603, Nokia 700, Nokia 701.
S60 v5 Symbian^3 এ অতিরিক্ত ভিডিও মেমোরি থাকাই HD গেম গুলি (যেমন Asphlat 4 HD, Asphlt 5 HD, Prince Of Persia HD, Assasins Creed HD ইত্যাদি) চালান সম্ভব হয় জেগুলির সাইজ ৫MB থেকে ২০০/২৫০MB বা তার বেশিও হয়ে থাকে।
আর.S60 v5 Symbian^1 এ অতিরিক্ত ভিডিও মেমোরি থাকাই HD গেম গুলি চলে নাহ। তবে কম ভিডিও মেমোরিতে চালানর জন্য বিখ্যাত গেম নির্মাতা প্রতিষ্ঠান Polarbit বেশ কয়েকটি গেম বাজারে ছেড়েছে। এইগুলা টাকা দিয়ে কিনতে হয়। আমি আপনাদের ফ্রী দেব।
আসুন পরিচিত হয় গেম গুলির সাথেঃ
০১. Polarbit Raging Thunder

এটি Polarbit এর রেসিং গেম। গেমটি মুলত মোশন সেন্সিং গেম। গেম চালু করে গোটা মোবাইল টা ডানে বামে সরিয়ে গাড়ির কন্ট্রোল করতে হবে। এছাড়া সেটিংস্‌ থেকে টাচ ও সিলেক্ট করতে পারবেন। অনেকগুলি গাড়ি আছে গেমটিতে। সাউন্ড আর গ্রাফিক্স এককথাই অসাধারন। দেখুন গেমটির কিছু স্ক্রীনশট।



গেমটি ডাউনলোড করুন এইখান থেকে।
০২. Polarbit Toonwarz

এটি First Person Shooting গেম। এতে মোশন সেন্সর এবং টাচ উভয় এর ব্যাবহার করতে হয়। গ্রাফিক্স এত দারুন যে না দেখলে বুঝবেন না। সাউন্ড সিস্টেম এ দারুন। দেখুন গেমটির কিছু স্ক্রীনশট।



গেমটি ডাউনলোড করুন এইখান থেকে।
০৩. Polarbit Iron Sight

Polarbit এর সবথেকে অসাধারণ গেম হচ্ছে এটি। অনেক কম্পিউটার এর গেমের চাইতে এর গ্রাফিক্স অনেক ভাল। এইখানে আপনাকে রোবট হয়ে বিশ্ব রক্ষা করতে হবে। সাউন্ডপ্লেও অসাধারণ। এককথাই S60 v5 Symbian^1 এর সেরা গেম এটি। দেখুন গেমটির কিছু স্ক্রীনশট।


গেমটি ডাউনলোড করুন এইখান থেকে।
০৪.Polarbit Wave Blazer

এটিও রেসিং গেম তবে এইখানে রাস্তাই নয় বরং পানিতে রেস করতে হবে স্পীডবোট নিয়ে। দারুণ কিছু স্পীডবোট আছে। গ্রাফিক্স সুন্দর। সাউন্ড সিস্টেম টা আমার কাছে তেমন একটা ভাল লাগেনি। দেখুন গেমটির কিছু স্ক্রীনশট।


গেমটি ডাউনলোড করুন এইখান থেকে।
০৫. Polarbit Armageddon Squadron

Polarbit এর সবগুলি গেম এর মধ্যে আমার সবথেকে পছন্দের গেম। এইখানে আপনাকে যুদ্ধবিমান চালাতে হবে। মোশন এর মাধ্যমে বিমান কন্ট্রোল করতে হবে। আছে দারুন দারুন কিছু বিমান আর ভয়ংকর সব অস্ত্র। গ্রাফিক্স মারাত্মক! সাউন্ড ও দারুন



গেমটি ডাউনলোড করুন এইখান থেকে।
আজকের মতন এইখানেই শেষ। আবারো হাজির হব মোবাইল এর সব মাথানস্ট গেম আর অ্যাপ্লিকেশান নিয়ে। ভাল থাকবেন। পোস্টে কোন ভুল ত্রুটি বা উপস্থাপনাতে কোন সমস্যা থাকলে নির্দ্বিধাই জানাবেন। আর কেমন লাগলো অবশ্যয় মন্তব্যের মাধ্যমে জানাবেন। ভাল থাকবেন। আল্লাহ হাফেজ। টিউনার পেজের সাথেই থাকুন। :)
প্রতিটি Link এ Click করে 5 second Wait করেন । তারপর ডানদিকের উপরের ad skip তে click করুন।

0 comments:

Post a Comment