মজিলা ফায়ারফক্সের কিছু কিছু ভার্সনে স্পষ্ট বাংলা ভালভাবে বুঝা যায় না,বিশেষ করে Firefox 4.00 এর পরের ভার্সনগুলোতে। এ জন্য আপনাকে ব্রাউজারে কিছু পরিবর্তন আনতে হবে। সংক্ষেপে তা তুলে ধরলাম।
প্রথমেই এই লিঙ্ক থেকে সব বাংলা ফন্টগুলো ডাউনলোড করে ইন্সটল করে নিন-
এবার ব্রাউজারের নিচের সেটিংটি পরিবর্তন করুন-
Menubar>Tools>Option>Content>Default font:Select”Bangla”>Advanced>Fonts for:Select”Bangli”>Proportional:select”Serif”>Serif:select”Bangla”>Sans-serif:select”Bangla”>Monospace:Select”Bangla”
এবার Allow pages to choose their own font,instead of my selection above রেডিও বাটন টিক চিহ্ন দিয়ে ওকে করুন। সবশেষে Default character encoding:Select”Unicode(UTF-8) করুন। এবার ok করে বেরিয়ে আসুন। এবার ব্রাউজার ক্লোজ করে আবার ওপেন করুন এবার দেখবেন যে কোন সাইটের বাংলা স্পষ্ট বুঝা যাচ্ছে।
ধন্যবাদ।
প্রতিটি Link এ Click করে 5 second Wait করেন । তারপর ডানদিকের উপরের ad skip তে click করুন।
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment