মাদারবোর্ডের ড্রাইভার সিডি হারিয়েছেন???

Wednesday, December 21, 2011

সাধারণত কম্পিউটার কেনার সময় কম্পিউটারের সঙ্গে মাদারর্বোডের একটি ড্রাইভার সফটওয়্যার সিডিতে ভরে দেওয়া হয় কম্পিউটারে অপারেটিং সিস্টেম ইনষ্টল করার পর মার্দারবোর্ডের সিডি ইনষ্টল করলেই তবেই সাউন্ড/গ্রাফিক্স ইত্যাদি আসে কিন্তু সিডিটি যদি হরিয়ে যায় বা নষ্ট হয়ে যায় তবে খুবই কষ্টে পরতে হয় কারণ প্রত্যেকটি কোম্পানি এক পিসি এক সিডি নীতি মেনে চলে মানে আপনার মাদার্রবোর্ডে সিডির কপি আর কারও কাছে নেই এখন তাহলে কি করবেন????

মাদারবোর্ডের সিডি হারিয়ে ফেলেছেন বা নষ্ট হয়ে গেছে??????
অথবা
মাদারবোর্ডের নাম, মডেল নং, সিরিয়াল নং ভুলে গেছেন??

তাহলে নিচের পথগুলো অনুসরণ করুনঃ
প্রথমে Start থেকে Run ক্লিক করে ওখানে WMIC লিখে  Enter চাপুন একটি কমান্ড প্রমোট বক্স আসবে এটি যদি প্রথমবারের মত দিয়ে থাকেন তবে পর্দায় এটি ইনস্টল হচ্ছে এমন বার্তা প্রদর্শন করবে ইনষ্টল হবার পর কমান্ড প্রমোটিতে লেখা আসবে wmic:root\cli> এখন মাদারবোর্ডের তথ্যের জন্য  লিখে এন্টার চাপুণ তাহলে আপনার কম্পিউটারের মাদারবোর্ডের সিডির মডেল নং, সিরিয়াল নং ইত্যাদি পর্দায় আসবে
এখন ওই সিরিয়ালের/মডেলের সাহায্যে ডুপলিকেট সফটওয়্যার পাবেন কোথায়??? এখানেঃ
 1.      এখন ওই মাদাবোর্ডের নাম সিরিয়াল নং লিখে গুগলে সার্চ দিন পেয়ে যাবেন যদিও এটি একটি সময়সাপেক্ষ ব্যাপার
  1. 3.     নিচের ওয়েবসাইটে গিয়ে মাদাবোর্ডের নাম সিরিয়াল নং লেখে সার্চ দিতে পারেন ঘন্টার ভেতর আপনার সিডির ডুপ্লিকেট পেয়ে যাবেন
www.driversdown.com
www.driverfiles.net
www.driverskit.com
http://download.cnet.com/windows/drivers
http://downloadcenter.intel.com

এই সাইটগুলোতে ল্যাপটপ,ডেক্সটপ,নোটবুক ইত্যাদি সবকিছুরই সফটওয়্যার পেতে পারেন।


আর এতকিছুর পরও যদি আপনার সিডির ব্যাকআপ কপি না পান তবে যেইখান থেকে পিসিটি কিনেছিলেন সেইখানে যোগাযোগ করে ব্যাকআপ কপিটি হাসিল করুন। এটিতে টাকার প্রয়োজন পরতে পারে।

প্রতিটি Link এ Click করে 5 second Wait করেন । তারপর ডানদিকের উপরের ad skip তে click করুন।

0 comments:

Post a Comment