ফোনের ফন্ট সাইজ বাড়িয়ে/কমিয়ে নিন “ফন্ট জুমার” এর সাহয্যে

Wednesday, December 21, 2011

এপ্লিকেশনটি সমন্ধে তেমন কিছু বলার দরকার নেই। কারণ শিরোনাম দেখেই বোঝা যাচ্ছে এর কাজ কি। তবে এপ্লিকেশনটির সাহায্যে আপনি আপনার ফোনের ফন্ট সাইট ছোট/বড় করা ছাড়াও ফন্ট পরিবর্তনও করতে পারবেন।

উপযোগিতাঃ

সিমবিয়ান
  • 3rd,
  • 5th,
  • S^3,
  • Anna ও
  • Belle

ডাউনলোডঃ

সুবিধাসমূহ ও ব্যবহারবিধিঃ

  • ফন্ট সাইট ছোট/বড় করতে পারবেন
  • ফন্টের মধ্যকার ফাকা (স্পেস) বাড়া-কমা করতে পারবেন
  • ফন্টের ট্রান্সপারেন্সি কমাতে পারবেন

  • ফোনের ফন্ট পরিবর্তনও করতে পারবেন

প্রতিটি Link এ Click করে 5 second Wait করেন । তারপর ডানদিকের উপরের ad skip তে click করুন।

0 comments:

Post a Comment