মুভি ডাউনলোড করেছেন কিন্তু চালাতে পারছেন না,দেখুন সমাধান

Tuesday, December 13, 2011

 অনেক সময় আমরা বিভিন্ন সাইট হতে মুভি ডাউনলোড করে দেখি,দেখা যায় বিভিন্ন সাইট গুলতে অনেক সময়ই যেমন মিডিয়া ফায়ার বা rapidshare এ মুভির ফাইল গুলো বেশ কয়েকটা ভাগে ভাগ করা থাকে এবং তাদের আলাদা ভাবে ডাউনলোড করতে হয়, তাদের নাম দেয়া থাকে এইরকম ভাবে .avi.001, filename.avi.002  বা অন্য ভাবে ও থাকতে পারে কিন্তু সিরিয়াল ই থাকে। মুভি না হোক অন্যান্য বড় কোন দরকারি ফাইল ও এভাবে থাকতে পারে ।এইরকম ভাবে ৪-৫ টা ফাইল থাকে,এইগুলো ডাউনলোড শেষে দেখতে গেলে বেশ ঝামেলা করে ।
KM media player দিয়ে চালাবেন, দেখাবে (no combination of filters could be found to render the stream)
VLC দিয়ে চালাবেন, এটিও কাজ করতে চায় না, আর windows media player এর কথা বাদ ই দিলাম। মোট কথা  media player গুলো দেখাবে তারা এই ফাইল গুলু কে সাপোর্ট করেনা, তাই হয় error দেখায় নয়তো codec update করতে বলে ।
এই সময় কার না মেজাজ খারাপ হয় বলেন । আমার নিজের ক্ষেত্রে ও এমনটি হয়েছে তাই ভাবলাম এর সম্পূর্ণ সমাধান দেবার চেষ্টা করব।আসুন সমাধানে আসা যাক ।
যাদের ঘরে ইন্টারনেট সংযোগ আছে তাদের জন্য 
আপনারা  এই জায়গা হতে FileMerger প্রোগ্রাম টা ডাউনলোড করবেন,মাত্র 9.26 kb এর ফাইল । অই ওয়েবসাইট টিতে গেলেই দেখবেন  ডাউনলোড অপশন দেয়া আছে।

ডাউনলোড করার পর সেটিতে প্রবেশ করুন ,দেখবেন তাতে FileMerger.exe আছে,সেটিতে ক্লিক করুন। এবার নিচের বক্সটি আসবে , সেখানে add file ক্লিক করুন

এবার যে কয়টা ফাইল কে একসাথে করতে চান বা আপনার ডাউনলোড করা মুভির সব কয়টা পার্ট গুলোকে add করুন ।  add করা শেষ হলে go তে ক্লিক করুন,এবার save as এর বক্স আসবে সেখানে নাম,কোথায় রাখবেন টা ঠিক করে করে দিন ,

কিছুকক্ষন অপেক্ষা করুন, যখন show করবে Merging completed,ok দিয়ে যেখানে ফাইল save করেছেন সেখানে যান, দেখবেন নতুন একটা ফাইল তৈরি হয়েছে, সেটি তে ক্লিক করুন , ঠিক করে দিন কোন  media player  এ দেখবেন । বাস আপনার কাজ শেষ । এইবার মুভি টী দেখতে পারবেন।
 যাদের ইন্টারনেট সংযোগ নেই তাদের জন্য
এখন আসি আমার সেই ভাই দের কাছে যাদের ঘরে ইন্টারনেট সংযোগ নেই,ঘরে ইন্টারনেট সংযোগ নেই কিন্তু tunerpage নিয়মিত দেখেন হয়তো সাইবার ক্যাফে বা অন্য বন্ধুর বাসাতে,এমন অনেকেই আছেন যেমন আমার তিন বন্ধু তাজবিদ,নাইম এবং পলাশ।যাই হোক হয়তো কারও কাছ হতে একটা ফাইল এনেছেন,দেখলেন এই সমস্যা,যদি কোন ভাবে আপনি আমার এই পোস্ট দেখেন তবে কি করতে হবে টা ভাল ভাবে লক্ষ্য করুন,আপনাদের জন্য তিনটি সমাধান দেবো,একটা কাজ না করলে আরেকটা। কাজ গুলো সহজ ,মনে থাকবে আশা করি
. file গুলো extract করুন Winrar অথবা 7zip দ্বারা । অথবা
২.  extension গুলো Delete করে দিন যেমন
filename.avi.001
এর বদলে হবে
filename.avi                                                অথবা
৩.file গুলি কে নামকরন করুন এইভাবে  filename.avi.001+filename.avi.002 filename.avi
যদি এই ভাবেও কাজ না হয় তবে কষ্ট করে  FileMerger প্রোগ্রাম টা জোগাড় করবেন
So thats basically it. I hope to bring in more techniques soon. Till then have a nice timeপ্রতিটি Link এ Click করে 5 second Wait করেন । তারপর ডানদিকের উপরের ad skip তে click করুন।

0 comments:

Post a Comment