একের ভেতর অধিক(চ্যাট আড্ডা)

Wednesday, December 21, 2011

আজকে শুধু একটি সাইটের সাথে পরিচয় করিয়ে দেবো। যেখানে আমি একটি সাইট দ্বারাই বেশ কয়েকটি ডিফারেন্ট চ্যাট একসাথে বা ভিন্ন ভাবে করতে পাড়বেন। এর একটাই শুবিধা একসাথে চ্যাট আর একটি সাইটেই সব চ্যাট করা যায় :)

সাইট টির নাম কুল.আইম । সাইটিতে যেতে আপনি এখানে ক্লিক করুন; “মিষ্টি সকালের শুভেচ্ছা”

এতো সকালে কাউকে চ্যাট এ পাবার আশা করি নি। তার পরেও একজনকে পেয়ে গেলাম কিন্তু আফসোস উনাকে আমি চিনি না। হয়তো আমার শুশুর বাড়ির কেও হবে। এরা মাঝে,মাঝে চ্যাট এ এসে সমস্যা বাঁধায়। এটা yahoo দিয়ে চ্যাট করা।

ইয়াহ ছারাও আমি গুগলি টক টা ব্যাবহার করে থাকি সব সময়। আমি যতক্ষণ নেটে থাকি তার মধ্যে ফেসবুকে না থাকলেও গুগলি টক এ আমাকে সব সময়ই থাকতে দেখা যায়। এটায় চ্যাট করে দেখাতে পারলাম না। কারণ ভাইয়েরা সবাই ঘুমে বেস্ত!! ;)
প্রতিটি Link এ Click করে 5 second Wait করেন । তারপর ডানদিকের উপরের ad skip তে click করুন।

0 comments:

Post a Comment