মনে হয় অনেক কাজের এক্সটেনশন/এড-অন

Thursday, December 15, 2011

আপনারা বিভিন্নজন বিভিন্ন বিভিন্ন স্ক্রিনশট ক্যাপচার করার সফটওয়্যার ইউজ করেন। কিন্তু ধরেন আপনি একটা সাইটে গেলেন যেখানে কোনো একটা পেজ/হোমপেজ স্ক্রল করে নিচে নামতে হয় আবার উপরে যেতে হয়। এখন আপনার এই সম্পূর্ণ পেজের স্ক্রিনশট দরকার। কোনো সফটওয়্যার করে দিতে পারবে ?? পারলে এখানে কমেন্ট করে জানাবেন, আমিও দেখব।
এখন আসুন পরিচিত হই। এই এক্সটেনশনের নাম Awesome Screenshot: Capture & Annotate। এটা আপনার ব্রাউজারে ওপেন পেজের ফুল স্ক্রিনশট নিতে সক্ষম। তাহলে দেখি এর জন্য আমাদের কি কি করতে হবে !!

১. প্রথমে এখানে যান।
 Link এ Click করে 5 second Wait করেন । তারপর ডানদিকের উপরের ad skip তে click করুন।
২. এবার এই রকম দেখতে পাবেন। Get Awesome Screenshot এ ক্লিক করেন।

৩. এবার গুগল ক্রোমের হলে আপনাকে নিয়ে যাবে এক্সটেনশন ডাউনলোড পেজে, সেখান থেকে Add to Chrome এ ক্লিক করেন। আর ফায়ারফক্স হলে নিয়ে যাবে ফায়ারফক্সের এডঅন ডাউনলোড পেজে। সেখান থেকে ডাউনলোড এডঅন এ ক্লিক করেন। (ক্রিনশট দিলাম না, সবাই পরিচিত, তারপরও লাগলে বলিয়েন, আপডেট করে দিব)

এবার আসুন কার্যবিধি দেখিঃ

১. এক্সটেনশন ইন্সটল হলে গুগল ক্রোমে দেখাবে এরকমঃ



২. আর ফায়ারফক্সে এমন দেখাবেঃ


৩. তারপর নির্ধারিত অপশনে ক্লিক করলে আপনাকে নিয়ে যাবে এমন একটি পেজেঃ এখানে কিছু ইডিটিং করতে পারবেন।


৪. Done এ ক্লিক করলে নিয়ে যাবে এই পেজেঃ


সর্বশেষ Save এ ক্লিক করলে ডাউনলোডের ডায়ালগ বক্স আসবে, সেখান থেকে জায়গা দেখিয়ে দিলেই তা সেভ হয়ে যাবে।

0 comments:

Post a Comment