কিভাবে ব্লগের মোট পোস্ট ও মন্তব্য সংখ্যা প্রকাশ করবেন

Thursday, December 15, 2011

[ছবি: VC2Zq.png]
একটি নতুন গেজেট (New Gadget) নিয়ে আজ আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি। এই গেজেটটি দিয়ে আপনার ব্লগে মোট কতটি পোস্ট (Post) প্রকাশিত হয়েছে এবং আপনার ব্লগের ভিজিটর-পাঠকরা (Visitor-Reader) মোট কতগুলো মন্তব্য (Comment) করেছেন তা দেখা যাবে।



এই সুবিধাটি ব্লগে স্থাপন করা খুব সহজ।
উপরে দেয়া কোডটি কপি (Copy) করে নিয়ে একটি নতুন HTML/ Javascripts গেজেটে পেস্ট (Paste) করে দিন।
গেজেটটির নাম 'ব্লগ পরিসংখ্যান' (Blog Statistics) বা নিজের পছন্দমতো কোন একটি দিন।
কোডের অভ্যন্তরের shuvo1020 লেখাটি পাল্টে আপনার ব্লগের ঠিকানাটি (Blog address) লিখে দিন।
এবার সেভ (Save) করুন।

প্রতিটি Link এ Click করে 5 second Wait করেন । তারপর ডানদিকের উপরের ad skip তে click করুন।

0 comments:

Post a Comment