ওয়েবসাইটের সাহায্যে জিপ এবং আনজিপ করা!

Tuesday, December 13, 2011

আসসালামু ওয়ালাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু।আজ আমি আপনাদের জন্য নিয়ে আশলাম একটি অসাধারন ওয়েবসাইট link। আপনি যদি কোনো সাইবার কেফে যান সেখানে আপনার কোন অনুমতি নেই সফটওয়্যার ইনস্টল করার, ওয়েব App আর কত কি। এমন পরিস্থিতিতে যদি আপনার একটি ফাইল  zipping প্রয়োজন বা unzipping প্রয়োজন তখন কিন্তু আপনি পারবেন না। তাই আজ আমি আপনাদের জন্য একটি ওয়েবসাইট নিয়ে আশলাম যার সাহায্যে আপনি যে কোন ফাইল কে Zip or unzip করতে পারবেন। ওয়েবসাইট নাম Click Here
আপনি প্রথমে  একটি জাভা স্ক্রিপ্ট সতর্ক নোটিশ পাবেন. Click “Run” to continue.
Java Script Alert at the ezyZip Website
দুটি অপশন আছে, জিপ এবং আনজিপ । “জিপ” ট্যাবে ক্লিক করুন এবং “Select Archive File”  ক্লিক করুন
Two Main Features of ezyZip- Zip and Unzip
Create Archive Location for the Zipped File
এখন ““Add File(s)”” বাটন ক্লিক করুন। আপনার হার্ড ডিস্ক থেকে  ফাইল সিলেক্ট করুন এবং “add” বাটনে ক্লিক করুন.তারপর  ““Files to archive”” ক্লিক করুন
Selection of File to be Zipped on ezyZip
ক্লিক করুন “ZIP EM!”
Selected File Ready to be Zipped on ezyZip
Archiving Completed on ezyZip
এখন আনজিপের পালা  ,”আনজিপ” ট্যাবে ক্লিক করুন এবং তারপর বাটন “ZIP ফাইল নির্বাচন করুন”. আপনার হার্ড ডিস্ক ফাইল ব্রাউজ করোন এবং  “Open”” এ ক্লিক করুন.
Select Zipped File to Unzip
Select Destination Directory for Extracted File
Click “UNZIP IT!”
Selected Zipped File Ready to be Unzipped on ezyZip
সেকেন্ডের মধ্যে আপনার ফাইল আনজিপ হয়ে যাবে।
Unzipping Completed on ezyZip
প্রতিটি Link এ Click করে 5 second Wait করেন । তারপর ডানদিকের উপরের ad skip তে click করুন।

0 comments:

Post a Comment