নিজেই তৈরি করুন নিজের ScreenSaver,Exclusiveনা দেখলে ১০০০%মিস

Tuesday, December 13, 2011

আমি আজ আপনাদের সাথে যে সফ্টওয়্যারটি শেয়ার করব তার নাম Screensaver Factory 6। যার মাধ্যমে আপনি আপনার নিজের ইচ্ছা মত ScreenSaver তৈরি করতে পারবেন। এর আগেও আমি এই জাতীয় একটি টিউন করেছিলাম, সেটির নাম ছিলো Acme Photo ScreenSaver Maker। তবে আজ যে সফ্টওয়্যারটি আপনাদের শেয়ার করবো তার মাধ্যমে আপনি আরো সুন্দর ভাবে আপনার ইচ্ছা অনুযায়ি ScreenSaver তৈরি করতে পারবেন এবং তা বিভিন্ন ফর্মেটে সেভ করতে পারবেন।
এখন সেটআপ পদ্বতি
প্রথমে আপনি সফ্টওয়্যারটি ডাউনলো করুণ। পরে জিপ ফাইলটি এক্সট্রাক্ট করুণ। তারপর সেটআপ করুণ। এরপর ক্রেক ফাইলটি কপি করে সি ড্রাইভে এই সফ্টওয়্যারটির ফোল্ডারে রিপলেস করেদিন। পরে সিরিয়াল কী দিয়ে ফুল ভার্শন করে নিন। কাজ শেষ।
প্রতিটি Link এ Click করে 5 second Wait করেন । তারপর ডানদিকের উপরের ad skip তে click করুন।

0 comments:

Post a Comment