- প্রথমে আপনি আপনার ড্যাসবোর্ডে প্রবেশ করুন।
- তারপর আপনি আপনার থীমে এর সম্পাদক বা Editor এ ক্লিক করুন।
- এবার সেখান থেকে স্টাইলশিট (style.css) ক্লিক করুন।
- এবার আপনি body খুজে বের করুন এবং সেখানে font-family পাবেন । (সমস্যা হলে Ctrl+F চাপুন এবং তাতে body লিখে খুজে বের করুন )
- font-family তে অন্যন্যা ফন্টের নাম লেখা আছে , যেমন Arial, “Nimbus Sans L”, sans-serif; ইত্যাদি। সেখানে আপনি SolaimanLipi, লিখুন। মনে রাখবেন ফন্ট এর নাম লেখে একটা কমা ( , ) দিতে ভুলবেন না।
- এবার ফন্ট সাইজ স্টান্ডার করুন। ফন্ট সাইজের 12px, 13px,14px থাকতে পারে আপনি 16px করে দিন।
সম্পূর্ন একটি ব্লগ তৈরীর টিউটোরিয়াল (পর্ব ১৩) আপনার বাংলা ব্লগের ফন্ট সাইজের সমস্যার সমাধান! (মাইক্রো টিউন)
Saturday, April 9, 2011
সবাইকে আমার সালাম। আশা করি আপনারা সবাই ভালই আছেন। আজ আমি আপনাদের সামনে যেই পোস্টা দিতে যাচ্ছি এটা আমার ধারাবাহিক “সম্পূর্ন একটি ব্লগ তৈরীর টিউটোরিয়াল” এর ১৩ম পর্ব। অনেক কদিন থেকে এই বিষয় পোস্ট দিতে পারি নাই। কিছু পাঠক আমাকে মেইল ও মোবাইলে মাধ্যমে কিছু সমস্যার কথা জানিয়েছে। তাদের বেশি ভাগে যে সমস্যা টির কথা জানিয়েছে তাহল তাদের বাংলা ব্লগ ফন্ট অনেক ছোট দেখাছে। আসলে এটা কোন সমস্যা না এটি সমাধান খুব সহজে আপনি করতে পারেন। আপনি যদি আপনার থীমে সোলাইমানলিপি ফন্ট সেট করেন তাহলে সমস্যার সমাধান হয়ে যায়। যেভাবে এই সমস্যার সমাধান করবেন তা নিম্নে দেওয়া হলঃ

ব্যস কাজ শেষ। এভাবে আপনার স্টাইলশিট (style.css) এর যেসব জায়গায় font-family আছে তাতে আপনি সোলাইমাললিপি ফন্ট সেট করে দিন ।এবার আপনার ও আপনার ব্লগ ভিজিটের কম্পিউটার বা ল্যাপটপে যদি সোলাইমান লিপি ফন্ট থাকে তবে পরিস্কার বাংলা পড়তে পারবেন।
Labels:
Blogging
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment