ভার্চুয়ালি ফেসবুক স্ট্যাটাস আপডেট করুন iPad , BlackBerry, iPhone বা Android দিয়ে !

Saturday, April 9, 2011

যারা iPad , BlackBerry, iPhone বা Android ওএস চালিত ডিভাইসগুলো দিয়ে ফেসবুক স্ট্যাটাস আপডেট করে তাদের স্ট্যাটাসের নিচে “via” হিসেবে এই সব ডিভাইসের নাম লেখা থাকে । বাংলাদেশে যেহেতু এই প্রডাক্টগুলোর তেমন সংখ্যক ব্যবহারকারী নেই, তাই এই রকম স্ট্যাটাস কম দেখা যায় । দেখা গেলেও বন্ধুদের লাইক ও মন্তব্যের হার একটু বেশীই থাকে ।
facebookds ভার্চুয়ালি ফেসবুক স্ট্যাটাস আপডেট করুন iPad , BlackBerry, iPhone বা Android দিয়ে ! | Techtunes
আপনি না কিনে বা না স্পর্শ করেও আপনার ফেসবুক স্ট্যাটাসটি আপডেট করতে iPad , BlackBerry, iPhone বা Android ডিভাইস দিয়ে ! অর্থাৎ স্ট্যাটাসের নিচে “via” হিসেবে এই সব ডিভাইসের নাম লেখা থাকবে ।

কিভাবে করবেন ?

কাজটি অনেক সহজ, ধরে নেই আপনি চাচ্ছেন iPhone দিয়ে আপনার স্ট্যাটাস আপডেট করবেন ।
  • প্রথমেই আপনাকে এই লিংকে যেয়ে Via iPhone এপ্লিকেশনটি ব্যবহারের অনুমতি দিতে হবে ।
  • 67591437 ভার্চুয়ালি ফেসবুক স্ট্যাটাস আপডেট করুন iPad , BlackBerry, iPhone বা Android দিয়ে ! | Techtunes
  • তারপর আপনাকে একটি নতুন পৃষ্ঠায় নিয়ে যাওয়া হবে । সেখানে স্ট্যাটাস আপডেটের একটি বক্স দেখতে পাবেন ।
  • 70080039 ভার্চুয়ালি ফেসবুক স্ট্যাটাস আপডেট করুন iPad , BlackBerry, iPhone বা Android দিয়ে ! | Techtunes
  • এই বক্সে আপনার স্ট্যাটাস আপডেটটি লিখে “Update” চাপুন ।
  • 60524723 ভার্চুয়ালি ফেসবুক স্ট্যাটাস আপডেট করুন iPad , BlackBerry, iPhone বা Android দিয়ে ! | Techtunes
ব্যস, কাজ শেষ । মূহূর্তেই আপনার প্রোফাইলে স্ট্যাটাসটি পোষ্ট করে দেয়া হবে । সাথে থাকবে “via iPhone” বার্তাটি । না জানলে কেউ বুঝতেই পারবে আপনি আসলেই iPhone ব্যবহার করেছেন কিনা ।
একইভাবে নিচের তালিকার লিংকগুলো দিয়ে উক্ত ডিভাইসগুলোর ভার্চুয়াল আপডেট সুবিধা পাবেন ।
» BlackBerry
» BlackBerry Torch
» BlackBerry PlayBook
» iPhone
» iPhone 4
» iPhone 5
» iPad
» iPad 2
» Android
» Calculator

0 comments:

Post a Comment