ফেইসবুক চ্যাটে ইমোটিকন এবং শব্দ ব্যবহার

Tuesday, June 29, 2010

ফেইসবুকে চ্যাট করার সময় অনেকে কোডিং লিখে ইমোটিকন ব্যবহার করে থাকেন। কিন্তু ফেইসমুড সফটওয়্যারটি ব্যবহার করে সহজেই কোনো কোডিং ছাড়াই বিভিন্ন ধরনের ইমোটিকন এবং বিভিন্ন ধরনের অ্যানিমেশন কার্টুনও ব্যবহার করতে পারবেন। মজিলা ফায়ারফক্স এবং ইন্টারনেট এক্সপোরার ব্রাউজার ব্যবহারকারীরা http://facemoods.com/public/download/fbpage/Facemoods. বীব ঠিকানার ওয়েবসাইট থেকে এবং ক্রোম ব্রাউজারে https://chrome.google.com/extensions/detail/fdedppfdlabckijfnpikinclkgmdkdkb ঠিকানার ওয়েবসাইট থেকে সফটওয়্যারটি ডাউনলোড এবং ইনস্টল করুন।
রাঙিয়ে নিন ফায়ারফক্সইন্টারনেট ব্রাউজার হিসেবে ফায়ারফক্স ব্যবহারের জনপ্রিয়তা এখন তুঙ্গে।

0 comments:

Post a Comment