ইনস্টলার ডিফল্ট লোকেশন পরিবর্তন

Tuesday, June 29, 2010

উইন্ডোজ এক্সপিতে কোন অ্যাপ্লিকেশন ইনস্টলের ডিফল্ট লোকেশন হিসেবে C:Program Files ডিরেক্টরি ব্যবহার করে। অর্থাৎ আপনি যদি নতুন কোনো সফটওয়্যার ইনস্টল করেন তবে তা C:Program Files লোকেশনে ইনস্টল হবে। যেহেতু সি ড্রাইভে নির্দিষ্ট জায়গা থাকে তাই অনেক অ্যাপ্লিকেশন ইনস্টল করার পর সি ড্রাইভের জায়গা শেষ হয়ে যায়। ফলে সি ড্রাইভে যাঁদের কম জায়গা আছে বা জায়গা শেষ হয়ে গেছে তাঁরা ইনস্টলার ডিফল্ট লোকেশন পরিবর্তন করে অ্যাপ্লিকেশন ইনস্টল করতে পারেন।

0 comments:

Post a Comment