বিশ্বকাপ উন্মাদনায় যুক্ত হয়েছে গুগলও। এবারের বিশ্বকাপের স্টেডিয়ামগুলোর ত্রিমাত্রিক নকশা (থ্রিডি মডেল) তৈরি করেছে তারা। অনলাইনে গুগল ম্যাপ এবং গুগল স্ট্রিট ভিউতে স্টেডিয়ামগুলোর এই থ্রিডি মডেল দেখা যাবে। ফলে দর্শকদের স্টেডিয়ামের ভেতর ও বাইরের রাস্তাগুলো খুঁজে পেতে কোনো বেগ পেতে হবে না। অভিযোগ উঠেছে, গুগলের এ ব্যবস্থায় গাড়িচালকরা ওয়াই-ফাই ইন্টারনেট ব্যবহার করে কারো ব্যক্তিগত তথ্য চুরি করতে পারে। তবে এমন আশঙ্কার কথা উড়িয়ে দিয়েছে গুগল। গুগল কর্তৃপক্ষ জানিয়েছে, এসব এলাকায় ওয়াই-ফাই নেটওয়ার্কে গুগলের কার্যক্রম ইতিমধ্যে বন্ধ করে দেওয়া হয়েছে।
ফারহাত আহমেদ। সূত্র: এএফপি
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment