অপ্রয়োজনীয় ফাইল মুছে ফেলা
Friday, June 25, 2010
কম্পিউটারে কাজ করার সময় উইন্ডোজ অপারেটিং সিস্টেমের হার্ডডিস্কে অনেক অপ্রয়োজনীয় ফাইল জমা হয়। এই ফাইলগুলো কম্পিউটারের গতি অনেক কমিয়ে দেয়। ফাইলগুলো মুছে ফেলার জন্য স্টার্ট মেন্যু থেকে রানে যান। এবার বক্সে টাইপ করুন cleanmgr. এবার নতুন একটি বক্স আসবে। বক্সে নির্বাচন করে নিন কোন ড্রাইভটির অপ্রয়োজনীয় ফাইল মুছে ফেলতে চান। এবার ড়শ চাপুন। নির্বাচিত ড্রাইভের সব অপ্রয়োজনীয় ফাইল মুছে যাবে এবং কম্পিউটারের গতি বাড়বে।
Labels:
TIPS AND TRICKS
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment