ফটোশপে প্যাটার্ন স্ট্যাম্প টুল সিলেক্ট থাকা অবস্থায় ডকুমেন্টের মধ্যে আপনার পছন্দমতো প্যাটার্ন নির্মাণ করে ডিজাইন করতে পারবেন খুব সহজে। এ ক্ষেত্রে স্ট্যাম্প সাইজ বাড়িয়ে বা কমিয়ে স্ক্রিনের ওপর ড্র্যাগ করতে হবে। আপনার পছন্দ করা প্যাটার্নে ইমেজটি তৈরি করার জন্য ফটোশপে কাজ করার সময় Shift+S চেপে প্যাটার্ন স্ট্যাম্প টুল অ্যাকটিভ করতে হবে।
ফটোশপে ডিফাইন ব্রাশের ব্যবহারফটোশপে ব্রাশ প্যালেটে নতুন কোনো ব্রাশ তৈরি করে সংরক্ষণ করতে ডিফাইন ব্রাশ ব্যবহার করা হয়। কোনো ছবির অংশবিশেষের চারদিকে সিলেকশন তৈরি করে এডিট মেন্যুতে ডিফাইন ব্রাশ সিলেক্ট করতে হবে। এবার সিলেক্ট করা ছবির বিশেষ অংশকে ব্রাশ প্যালেটের জন্য নতুন ব্রাশ হিসেবে সংরক্ষণ করে ব্যবহার করা যাবে।
ফটোশপে ম্যাজিক ওয়ার্ড টুল ব্যবহারফটোশপে ইমেজের কোনো অংশকে অথবা ব্যাকগ্রাউন্ডকে ম্যাজিক ওয়ার্ড টুলের সাহায্যে মাত্র একটি ক্লিকেই সিলেকশন এরিয়া তৈরি করা যায়। ম্যাজিক ওয়ার্ড টুলে ইমেজের নির্দিষ্ট কোনো একটি কালারকে ঘিরে সিলেকশন এরিয়া তৈরি সম্ভব। ফটোশপ চালু থাকা অবস্থায় ম্যাজিক ওয়ার্ড টুল ব্যবহার করতে হলে কিবোর্ডে ডবি্লউ চেপে ম্যাজিক ওয়ার্ড টুল অ্যাকটিভ করতে হবে।
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment