ক্রোম ব্রাউজারে ডিফল্ট হিসেবে গুগল সার্চ ইঞ্জিন সেভ করা থাকে। তাই ক্রোমের সার্চ ট্যাবে কিছু সার্চ করলে তা গুগল সার্চ ইঞ্জিন ব্যবহার করে। চাইলে ক্রোম ব্রাউজারে আপনার ইচ্ছামতো অন্য সার্চ ইঞ্জিনও ব্যবহার করতে পারেন। এ জন্য Tools মেন্যু থেকে Options এ ক্লিক করুন এবং Basic ট্যাবের Default Search -এর ড্রপ ডাউন থেকে ডিফল্ট সার্চ ইঞ্জিন নির্বাচন করে নিন। নতুন সার্চ ইঞ্জিন যোগ বা বাদ দিতে চাইলে Manage বাটনে ক্লিক করে উইন্ডো থেকে সার্চ ইঞ্জিন ইচ্ছামতো ডিফল্ট করতে বা নতুন ইঞ্জিন যোগ করতে অথবা মুছে দিতে পারবেন।
ওয়েবসাইটের মোবাইল ভার্সনঅনেকে নিজের ওয়েবসাইটকে মোবাইলে ব্যবহার উপযোগী সাইট হিসেবেও বানাতে চান। কোনো রকম প্রোগ্রামিং ছাড়াই স্কুইজার ডটকম সাইটের মাধ্যমে আপনার ওয়েবসাইটের মোবাইলে ব্যবহার উপযোগী সংস্করণ তৈরি করতে পারেন। এ জন্য প্রথমে http://skweezer.com/ ঠিকানার ওয়েবসাইটে যান। এবার বক্সে আপনার ওয়েবসাইট লিংকটি লিখুন। সার্চ ক্লিক করুন। এবার আপনি আপনার সাইটের মোবাইল সংস্করণ পেয়ে যাবেন। এবার ব্রাউজার থেকে পাওয়া লিংকে আপনার মূল ডোমেইন রিডাইরেক্ট করুন।
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment