কম্পিউটারে ইউনিকোড ফন্ট না থাকলে সাধারণত ইউনিকোডে লেখা ফন্ট পড়া যায় না। আবার বিজয় ফন্ট না থাকলে বিজয় ব্যবহার করে লেখা ফন্ট পড়া যায় না। এক ফন্ট থেকে অন্য ফন্টে অনলাইনে পরিবর্তন করতে প্রথমে www.bnwebtools.sourceforge.net ঠিকানার ওয়েবসাইটে যান। ইউনিকোড থেকে বিজয় ফন্টে পরিবর্তন করার জন্য প্রথম বক্সে আপনার লেখা পেস্ট এবং 'পুরনো বাংলায় নিচে বদলে আনো' অপশনে ক্লিক করুন। বিজয় থেকে ইউনিকোডে কনভার্ট করার জন্য নিজের বক্সে আপনার লেখা পেস্ট এবং ইউনিকোডে 'ওপরে বদলে নাও' অপশনে ক্লিক করুন।
গুগল ক্রোমে পড়ুন পিডিএফপিডিএফ রিডার সফটওয়্যার ইনস্টল করা না থাকলে কম্পিউটারে পিডিএফ ফাইল পড়া যায় না। তবে গুগল ক্রোম ইন্টারনেট ব্রাউজার ব্যবহারকারীরা চাইলে একটি অতিরিক্ত এক্সটেন ইনস্টল করে গুগল ডক্স ভিউয়ারের মাধ্যমে সহজেই পিডিএফ ফাইল পড়তে পারেন। এ জন্য প্রথমে http://bit.ly/7NqlRA ঠিকানার ওয়েবসাইট থেকে গুগল ক্রোম এক্সটেনশনটি ইনস্টল করে নিন। এরপর থেকে কোনো ওয়েবসাইটের পিডিএফ লিংকে ক্লিক করলে তা স্বয়ংক্রিয়ভাবে গুগল ডক্স ভিউয়ারের মাধ্যমে দেখা যাবে।
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment