ফায়ারফক্সে পড়ুন পিডিএফ
Tuesday, June 29, 2010
সাধারণত কম্পিউটারে পিডিএফ রিডার সফটওয়্যার ইনস্টল করা না থাকলে পিডিএফ ফাইল পড়া যায় না। তবে ফায়ারফক্স ব্যবহারকারীরা চাইলে জিপিডিএফ নামের একটি প্লাগইন ইনস্টল করে গুগল ডক্স ভিউয়ারের মাধ্যমে সহজেই পিডিএফ ফাইল পড়তে পারেন। প্রথমে অ্যাড-অনসটি https://addons.mozilla.org/en-US/firefox/addon/14814/ ঠিকানার ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিন। এর পর থেকে কোনো ওয়েবসাইটের পিডিএফ লিংকে ক্লিক করলে তা স্বয়ংক্রিয়ভাবে গুগল ডক্স ভিউয়ারের মাধ্যমে দেখা যাবে।
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment