টুইটারের যত পরিসংখ্যান
Thursday, June 17, 2010
খুদে ব্লগ (মাইক্রোব্লগিং) লেখার জনপ্রিয় ওয়েবসাইট টুইটারের ব্যবহার সম্পর্কে বিভিন্ন তথ্য ও পরিসংখ্যান পাওয়া যাবে টুইটার কাউন্টার (www.twittercounter.com) ওয়েবসাইটে।এতে একাধিক টুইটারের তুলনামূলক চিত্র, টুইটার কাউন্টার বাটনইত্যাদি পাওয়া যাবে। এখানে সার্চ বক্সে টুইটারের ব্যবহারকারীর নাম লিখে Show বাটনে নিয়ে ক্লিক করলে ফলোয়ার সংখ্যা, ফলোয়িংস সংখ্যা, টুয়িটস সংখ্যা, টুয়িটারের শুরুর তারিখ, টাইম জোন, র্যাংকিংসহ ইত্যাদি গ্রাফ আকারে দেখা যাবে। এ ছাড়া টুইটার অ্যাকাউন্ট দিয়ে লগইন করে আরও বিস্তারিত তথ্য পাওয়া যাবে।
Labels:
FACEBOOK Tips
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment